November 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 20th, 2022, 8:42 pm

শান্তি প্রত্যাশা ও অস্ত্রবাজি একসাথে সম্বভ নয় : হানিফ

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি:

পার্বত্য চট্টগ্রামে সরকারের ধারাবাহিক উন্নয়নের সুফল পেতে সকলের অংশগ্রহণ জরুরী। শান্তি প্রত্যাশা ও অস্ত্রবাজি একসাথে সম্ভব নয় জানিয়ে পাহাড়ের সশস্ত্র সংগঠন গুলোকে অস্ত্রের ব্যবহার বন্ধ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

রোববার দুপুরে জেলা শহরের খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে জেলা আওয়ামীলীগের তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির সভাপতিত্বে অনুষ্টিত সমাবেশে প্রধান অতিথি মাহবুব উল আলম হানিফ, আরও বলেন, বিএনপি গণতন্ত্রের নামে আন্দোলন করে জনগণকে তাদের দুঃশাসন ভুলানোর চেষ্টা করছে। পদ্মা সেতু সহ মেগা প্রকল্পের মতো উন্নয়নে বর্তমান সরকারের কাছে পরাজয় নিশ্চিত জেনে বিএনপি জামায়াতের অস্তিস্ত্ব বিলীন হওয়ার শঙ্কায় নির্বাচন নিয়ে অবান্তর প্রশ্ন তুলছে।

খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের তৃনমুল প্রতিনিধি সভার আগে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তলনের মধ্যদিয়ে শুরু হয় সমাবেশ,এর আগে মিছিলে মিছিলে সভাস্থলে আসতে থাকে দলীয় নেতা কর্মীরা।

এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য দীপংকর তালুকদার এমপি সহ অন্যান্য নেতা কর্মীরা।