অনলাইন ডেস্ক :
পর্দা নেমেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের। গত বৃহস্পতিবার আসরের ফাইনালে সিলেট স্ট্রাইকার্সকে ৭ উইকেটে হারিয়ে চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ব্যস্ত সূচির কারণে এবারের আসরে শুরু থেকে বিদেশি তারকার সংকট ছিল চোখে পড়ার মতো। তবে দেশি খেলোয়াড়দের পারফরম্যান্স নজর কেড়েছে বেশ। বিপিএলের এবারের আসরে পারফরম্যান্সে বিদেশি তারকাদের ছাড়িয়ে গেছে দেশি খেলোয়াড়রা। দলগুলো কম বেশি দেশি খেলোয়াড় নির্ভর থাকায় পর্যাপ্ত সুযোগ পেয়েছেন তারা। ফলে মেলে দিতে পেরেছেন নিজেদের। যার প্রমাণ মেলে সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেট সংগ্রাহকের তালিকায় চোখ রাখলেই। এবারের আসরের সেরা রান সংগ্রাহক ও সেরা উইকেট সংগ্রাহক তালিকায় শীর্ষ নাম দেশের ক্রিকেটারদেরই। সেরা দশেও দেশিদেরই প্রাধান্য। নাজমুল হোসেন শান্ত, রনি তালুকদার, তৌহিদ হৃদয়, হাসান মাহমুদ, তানভীর ইসলাম ও সাকিব আল হাসান ছাড়াও একাদশে আছেন তাসকিন আহমেদ। এবারের আসরে পারফরম্যান্সের ভিত্তিতে সেরা একাদশ প্রকাশ করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। তাদের সেরা একাদশে অনুমিতভাবেই বেশিরভাগ জায়গা পেয়েছেন চ্যাম্পিয়ন, রানার্সআপ ও প্লে-অফ থেকে বাদ পড়া বাকি দুই দল থেকে। এই চারদল বাদে নিচের তিন দল থেকে জায়গা পেয়েছেন শুধু ঢাকা ডমিনেটর্সের তাসকিন আহমেদ। একাদশে সবচেয়ে বেশি ৩ জন করে জায়গা পেয়েছেন রানার্সআপ সিলেট স্ট্রাইকার্স ও দ্বিতীয় কোয়ালিফায়ারে বাদ পড়া রংপুর রাইডার্স থেকে। দুজন করে আছেন চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও প্রথম কোয়ালিফায়ারে বাদ পড়া ফরচুন বরিশাল থেকে। বাকি একজন ঢাকা ডমিনেটর্স থেকে। বড় চমক হয়ে এসেছে ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করা ঢাকা ডমিনেটর্সের অধিনায়ক নাসির হোসেন জায়গা পাননি একাদশে। এবারের আসরে বিদেশিদের মধ্যে পাকিস্তানি তারকারাই বেশি উজ্জ্বল ছিলেন। তাই একাদশে বিদেশিদের মধ্যে বেশিরভাগই পাকিস্তানি।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা