May 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 26th, 2023, 3:19 pm

শাহজাদপুরে যুগান্তর স্বজন সমাবেশের ৪র্থ বাংলা লোকনাট্য উৎসব অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ (শাহজাদপুর):

বিলুপ্ত প্রায় ও হারিয়ে যাওয়া লোক ঐতিহ্যকে পূণরুজ্জিবিত করার লক্ষে ৪র্থ বারের মত রবিবার রাতে যুগান্তর স্বজন সমাবেশ শাহজাদপুর উপজেলা ও
শাহজাদপুর সরকারি কলেজ শাখা, বাংলাদেশ গ্রামে থিয়েটারের ভ্রার্তৃপ্রতিম সংগঠন শাহজাদপুরের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন পূরবী থিয়েটার ও ভোর হলো যৌথভাবে শাহজাদপুর পরিষদের শহীদ স্মৃতি মিলসায়তনে বাংলা রোকনাট্য উৎসবের আয়োজন করে। এ লোকনাট্য উৎসবে প্রধান অতিথি ছিলেন, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান। বিশেষ অতিথি ছিলেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান, শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক আসমত আলী।

পূরবী থিয়েটারের সভাপতি কবি মমতাজ উদ্দিন শেখ, প্রধান শিক্ষক কামরুন্নাহার লাকী, অধ্যক্ষ জাকারিয়া ইসলাম ঠান্ডু, কবি এআর সিদ্দিকী,
সহকারী শিক্ষক সুজন আহমেদ, এ এ শহিদুল্লাহ বাবলু, ওস্তাদ বায়জিদ হোসেন, বিধান চন্দ্র ঘোষ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করেন, সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান মিলন।

ঐতিহ্যকে পূণরুজ্জিবিত করার লক্ষে, ধূয়াগান, বাউলগান, লালনগীতি, পল্লিগীতি,ভাওয়াইয়া,মুর্শিদী গান,কবিতা আবৃত্তি, নাটক, কৌতুক ও নৃত্য
পরিবেশন করা হয়।

এ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন, শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা, কাজী তপন, ওস্তাদ বায়জিদ হোসেন, আব্দুল মতিন, রেজোয়ান মন্ডল, হৃদয় সূত্রধর ও পূর্ণ সরকার। যন্ত্র সঙ্গীতে ছিলেন, বেল্লাল হোসেন, লিটন, হাসান,বায়জিদ হোসেন ও ভবেশ চন্দ্র সূত্রধর। কবিতা আবৃত্তি করেন, সোহরাব হোসেন রূপক, অর্ণব, তরিকা, খুকুমনি, রিমঝিম, দীলিপ কুমার সূত্রধর। ককবি কাজী নজরুল ইসলামে নাটিকা জাগো সুন্দর এ অভিনয় করেন, অর্ণব, রাত্রি, আনিকা,বন্ধন, সিফাত, মাহিয়া।

পূরবী থিয়েটার প্রযোজিত আমিরুল ইসলাম রচিত ও নির্দেশিত ‘ডাক্তার না কসাই’ নাটকে অভিনয় করেন, আমিরুল ইসলাম, আব্দুল মতিন, মতিন বিশ্বাস, বকুল হোসেন,মাহিয়া। নৃত্য পরিবেশন করেন, নৃত্যলোকের শিল্পী ইমন, দীপিকা, নাজিফা, আকাশ, রিপন।
পূরবী নৃত্য একাডেমির অন্তি, অস্মিতা, নিবেদিতা, অনুশ্রী, প্রিয়ন্ত,প্রমুখ।