April 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, March 28th, 2022, 8:50 pm

শাহজাহানপুরে জোড়া খুন: প্রধান আসামি ৭ দিনের রিমান্ডে

রাজধানীর শাহজাহানপুরে গুলি করে আওয়ামী লীগের এক নেতা ও এক কলেজছাত্রীকে হত্যার ঘটনায় প্রধান আসামি মাসুম মোহাম্মদ আকাশের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার ডিবির পরিদর্শক ইয়াসিন শিকদার তাকে ১৫ দিনের রিমান্ডে নিয়ে আদালতে হাজির করলে ঢাকার মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ তোফাজ্জল হোসেন এ আদেশ দেন।
এর আগে রবিবার বগুড়া থেকে আকাশকে (৩৪) গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের জিজ্ঞাসাবাদে আকাশ স্বীকার করেছেন, তিনি হত্যার জন্য জাহিদুল ইসলাম টিপুকে অনুসরণ করছিলেন এবং টিপুকে বহনকারী গাড়িটি শাহজাহানপুর রেলগেটের কাছে পৌঁছালে তিনি তাকে লক্ষ্য করে গুলি চালান।
আকাশ আরও চারটি ফৌজদারি মামলার ফেরারি আসামি বলেও জানায় পুলিশ।
পুলিশ জানায়, জাহিদুল গাড়িতে করে এবং প্রীতি রিকশায় করে বাসায় ফেরার সময় বৃহস্পতিবার রাত সোয়া ১০ টার দিকে ইসলামি ব্যাংক হাসপাতালের সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যান। এছাড়া এ ঘটনায় জাহিদুলের গাড়িচালক গুলিবিদ্ধ হয়ে আহত হন।
নিহত জাহিদুল ইসলাম টিপু আওয়ামী লীগের মতিঝিল থানা কমিটির সাবেক সাধারণ সম্পাদক এবং সামিয়া আফরিন প্রীতি বদরুন্নেসা সরকারি কলেজের ছাত্রী ছিলেন।
‘তারা সবাই যানজটে আটকা পড়েছিলেন। এ সময় মুখে মাস্ক ও হেলমেট পরা এক ব্যক্তি তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।’
তারা তিনজনই গুলিবিদ্ধ হয়ে আহত হন এবং তাদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক রাত ১১টার দিকে জাহিদুল ও প্রীতিকে মৃত ঘোষণা করেন।
পরবর্তীতে জোড়া খুনের ঘটনায় শুক্রবার অজ্ঞাতদের আসামি করে মামলা করা হয়।

—ইউএনবি