অনলাইন ডেস্ক :
ওয়ানডে ক্রিকেটে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট করতে নেমে তৃতীয় বাংলাদেশি হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন মুশফিক। ৫৫ রান দূরে থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট করতে নামেন মুশফিক। ব্যাট করতে নেমে মারমুখী ব্যাটিংয়ে ৩৩ বলে অর্ধশতক পূরণ করেন মুশফিক। এরপর চার মেরে সাত রানের মাইলফলকে পৌঁছে যান মুশফিক। ২০০৬ সালের আগস্টে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় মুশফিকের। ২৪৩ ম্যাচ খেলে এই কীর্তি গড়লেন মুশফিক। মুশফিকের আগে বাংলাদেশের হয়ে সাত হাজার রান করেছেন এই ফরম্যাটের অধিনায়ক তামিম ইকবাল ও অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশের জার্সি গায়ে সবার আগে ওয়ানডেতে সাত হাজার রান করেন তামিম। অন্যদিকে ম্যাথু হামফ্রেজের শর্ট বলে নান্দনিক শটে ছক্কা। একসঙ্গে দুটি মাইলফলকে পৌঁছে গেলেন লিটন কুমার দাস। ওই শটে তার পূর্ণ হলো ফিফটি। রেকর্ড গড়ে স্পর্শ করলেন তিনি ২ হাজার রানও। সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে সোমবার এই অর্জন ধরা দেয় লিটনের। শুরুতে একটু সময় নিলেও পরে দারুণ ব্যাটিংয়ে তিনি ফিফটি করে ফেলেন ৫৩ বলে। বাংলাদেশের হয়ে রেকর্ড দ্রুততায় পা রাখলেন তিনি ২ হাজার ওয়ানডে রানে। যেখানে তার সঙ্গী শাহরিয়ার নাফীস। ২ হাজার ছুঁতে এই দুজনেরই লাগল ৬৫ ওয়ানডে ইনিংস। শাহরিয়ার রেকর্ডটি গড়েছিলেন ২০১১ বিশ্বকাপে, চট্টগ্রামে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে ৩৭ রানের ইনিংসের পথে। ৬৯ ইনিংসে ২ হাজার ছুঁয়ে রেকর্ডে এই দুজনের পরে আছেন সাকিব আল হাসান। তামিম ইকবালের লেগেছিল ৭০ ইনিংস। বিশ্বরেকর্ডে অবশ্য ধারেকাছেও নেই তারা কেউ। ¯্রফে ৪০ ইনিংসে ২ হাজার ছোঁয়ার কীর্তিটি দক্ষিণ আফ্রিকার হাশিম আমলার। তিনি ছাড়িয়ে গিয়েছিলেন পাকিস্তানি গ্রেট জহির আব্বাস ও ইংলিশ গ্রেট কেভিন পিটারসেনের ৪৫ ইনিংসের রেকর্ড। পরে ৪৫ ইনিংসে ২ হাজার করেন বাবর আজমও। এই ম্যাচে ২৩ রানে রান আউট হওয়ার আগে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান পূর্ণ করেন তামিম ইকবাল। বাংলাদেশের জার্সিতে ১৫ হাজার রান অবশ্য এখনও হয়নি তার। বিশ্ব একাদশের হয়ে চারটি টি-টোয়েন্টি খেলে ৫৭ রান করেছেন তিনি।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা