November 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 28th, 2022, 10:03 pm

শাহ আমানতে যাত্রীর কাছে মিললো আড়াই কেজি স্বর্ণের বার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাস ফেরত এক বিমান যাত্রীর কাছে থেকে আড়াই কেজি স্বর্ণের বার ও স্বর্ণলঙ্কার জব্দ করা হয়েছে। জব্দ করা এই স্বর্ণের বাজারমূল্য এক কোটি ৬৭ লাখ টাকা বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দারা।

বুধবার (২৮ ডিসেম্বর) সকালে এয়ার এরাবিয়ায় বিমানে আসা উক্ত যাত্রীকে চট্টগ্রাম বিমানবন্দরে দায়িত্বে থাকা এনএসআই টিম আটক করে।

আটক যাত্রী জসিম উদ্দিন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা।

উদ্ধার করা স্বর্ণের মধ্যে আছে ২.০৯০ কেজি স্বর্ণ (২৪ ক্যারেট), দুটি স্বর্ণবার ও ১০০ গ্রাম স্বর্ণালংকার (মোট ২.৪২৩ কেজি স্বর্ণ) ও বিপুল পরিমাণ কসমেটিক্স উদ্ধার করে।

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক তাসলীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মধ্যপ্রাচ্যের শারজাহ থেকে আসা উক্ত যাত্রী উল্লেখিত স্বর্ণ একটি কুকিং মেশিনের এর ভিতরে কয়েলে রূপান্তর করে চোরাচালানের চেষ্টা করেছিল। পরবর্তীতে তা এনএসআই টিম খুলে উদ্ধার করে এবং স্বর্ণকার কর্তৃক পরীক্ষার মাধ্যমে স্বর্ণ হিসাবে নিশ্চিত করা হয়।

উদ্ধার করা স্বর্ণ, স্বর্ণবার ও স্বর্ণালংকার এর আনুমানিক বাজারমূল্য এক কোটি ৬৭ লাখ ৩৯ হাজার ৯৩১ টাকা।

আটক যাত্রী জসিম উদ্দিনকে ফৌজদারি মামলার মাধ্যমে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিমানবন্দর কর্তৃপক্ষ।

—-ইউএনবি