November 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, May 8th, 2024, 7:56 pm

শাহ আমানত বিমানবন্দরে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা জব্দ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট (বিজি-১৪৭) থেকে পরিত্যক্ত অবস্থায় ২ কোটি ৮৭ লাখ ৩৭ হাজার টাকার বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৭ মে) রাতে ওই ফ্লাইটের ১৭এ সিটের ওভারহেড বিনের ভেতরে যাত্রীবিহীন পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ উদ্ধার করে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। পরে স্ক্যানিং করলে ব্যাগটির ভেতর ১ হাজার ৮৭৫ পিস সৌদি রিয়াল এবং ১০০ পিস মার্কিন ডলারের নোট পাওয়া যায়।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ কমান্ডার তাসলিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. আকরাম হোসেন বলেন, ব্যাগটি স্ক্যানিং করে ১ হাজার ৮৭৫ পিস ৫০০ সৌদি রিয়াল (বাংলাদেশি ২ কোটি ৭৬ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা) ও ১০০ পিস মার্কিন ডলার (১১ লাখ টাকা) পাওয়া যায়।

উদ্ধার করা মার্কিন ডলার ও সৌদি রিয়াল বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৮৭ লাখ ৩৭ হাজার টাকা।

বিমানবন্দরের চট্টগ্রাম কাস্টমসের এয়ারপোর্ট ও এয়ারফ্রেইড ইউনিট জানান, উদ্ধার করা বৈদেশিক মুদ্রা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।

—–ইউএনবি