November 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 27th, 2024, 5:38 pm

শিক্ষার্থীদের মেধা বিকাশে কারিকুলামে আধুনিক প্রযুক্তির জ্ঞান আনা হয়েছে: প্রধানমন্ত্রী

ছবি: পি আই ডি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষার্থীদের সুপ্ত মেধা বিকাশে কারিকুলামে আধুনিক প্রযুক্তির জ্ঞান আনা হয়েছে।

তিনি বলেন, ‘শুধু বই পড়াই যথেষ্ট নয়। আমাদের ছোটদের প্রতিভা বের করে আনতে হবে। তাদের জন্য সুযোগ তৈরি করতে হবে যাতে তাদের সুপ্ত প্রতিভা বিকশিত হতে পারে। সেদিকে লক্ষ্য রেখে আমরা কারিকুলামে আধুনিক প্রযুক্তির জ্ঞানের মধ্যে নিয়ে এসেছি।’

বৃহস্পতিবার (২৭ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪ উদ্বোধন ও প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ প্রদানকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

এবারের জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের প্রতিপাদ্য ‘ শিশুবান্ধব প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা’।

প্রধানমন্ত্রী বলেন, সরকার একটি সুষম, জনকল্যাণমুখী, সার্বজনীন ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায়।

তিনি বলেন, দেশের প্রতিটি বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব স্থাপন করবে সরকার। আমরা প্রাথমিকভাবে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে কম্পিউটার ল্যাব স্থাপন শুরু করেছি এবং এখন আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোতেও এটি করার লক্ষ্য রয়েছে।

বর্তমান যুগ প্রযুক্তির যুগ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সরকার আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন জনগোষ্ঠী গড়ে তুলতে চায়। এ লক্ষ্যে আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি।

এ বছর ১৮টি ক্যাটাগরিতে মোট ১২৬ জন অংশীজনকে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৩’ প্রদান করা হয়েছে। তাদের মধ্যে ৫৪ জন শিক্ষার্থী, ব্যক্তি ও প্রতিষ্ঠান সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে এ পদক গ্রহণ করেন।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী বক্তৃতা করেন।

——ইউএনবি