নিজস্ব প্রতিবেদক :
প্রবল স্রোতের কারণে শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়েছে। বুধবার বিকাল ৩টায় প্রবল স্রোতের কারণে এই রুটে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়। তবে এখনও লঞ্চ চলছে।
বিআইডব্লিউটিসির সহ মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, পদ্মার তীব্র সোতে ফেরিগুলো চলতে সমস্যা হচ্ছিল। গেল কয়েকদিন ধরে দিনের বেলা সীমিত আকারে ফেরি চলাচল করলেও গেল শুক্রবার থেকে রাতের বেলা দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কখনও তিনটি বা চারটি মিডিয়াম ফেরি দিয়ে সার্ভিস সচল রাখার চেষ্টা করা হয়। বুধবার সকাল থেকে এই রুটে পাঁচটি মিডিয়াম ফেরি দিয়ে সার্ভিস সচল রাখা হয়েছিল। তবে রাতে আরও বেড়ে যাওয়ায় বিকাল ৩টায় সম্পূর্ণ ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এই বহরের ১৫টি ফেরি রয়েছে।
তিনি আরও বলেন, ঘাটে পারাপারের অপেক্ষায় কিছু যান রয়েছে। সেসব যানকে বিকল্প পথে যাওয়ার জন্য বলা হয়েছে। এছাড়া এই পথে না এসে বিকল্প পথে যেতে অনুরোধ করা হয়েছে।
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী অন্তর্বর্তীকালীন সরকার: নাহিদ ইসলাম