অনলাইন ডেস্ক :
এবার মৌসুমের শুরুর দিকে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার দৌড়ে এগিয়ে ছিল তিনটি দল। ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও চেলসি। এর মধ্যে অর্ধ মৌসুম শেষে দৌড় থেকে অনেকটাই পিছিয়ে যায় চেলসি। এরপর থেকে প্রতিযোগিতা কেবল সিটি ও লিভারপুলের মধ্যে। তাদের আর মাত্র দুটি করে ম্যাচ বাকি। শিরোপা কার হাতে যাচ্ছে, তা এখনো নির্ধারণ হয়নি। এই মুহূর্তে ৩৬ ম্যাচে ২৮ জয়ে ৮৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে ম্যানচেস্টার সিটি। সমান ম্যাচে ২৬ জয় ও ৮৬ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল। আর তিনে থাকা চেলসির সমান ম্যাচে পয়েন্ট ৭০। লিভারপুল থেকে এখনো ৩ পয়েন্টে এগিয়ে সিটি। স্কোরের দিক দিয়েও তারা ৭ গোলে এগিয়ে। কোনো অঘটন না ঘটলে পেপ গার্দিওয়ালার হাতেই শিরোপা যাচ্ছে। তবু অবস্থা যা মনে হচ্ছে, উভয় দলের শেষ ম্যাচে গিয়ে শিরোপা নির্ধারণ হতে পারে। আগামী ২২ মে চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে দল দুটি। ওইদিন সিটির প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা ও লিভারপুল খেলবে উলভসের বিপক্ষে।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা