November 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, January 21st, 2022, 8:04 pm

শিরোপা ধরে রাখার অভিযানে প্রথম জয় পেল যুবারা

অনলাইন ডেস্ক :

যুব বিশ্বকাপের শিরোপা ধরে রাখার অভিযানের শুরুতে বাজে ব্যাটিংয়ে বাংলাদেশের সঙ্গী হয়েছিল বড় হার। সেই হতাশা পেছনে ফেলে ঘুরে দাঁড়াল তারা। দারুণ বোলিংয়ে প্রতিপক্ষকে অল্প রানে আটকে দিলেন রিপন মন্ডল, মেহরব হাসানরা। কার্যকর ইনিংসে বাকিটা সারলেন ইফতিখার হোসেন। কানাডাকে উড়িয়ে প্রথম জয় পেল রকিবুল হাসানের দল। টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার বাংলাদেশের জয় ৮ উইকেটে। ১৩৬ রানের লক্ষ্য তারা পেরিয়ে যায় ১১৯ বল বাকি থাকতে। ৮৯ বলে অপরাজিত ৬১ রানের ইনিংসে দলের জয় নিয়ে ফেরেন ওপেনার ইফতিখার। দলকে জয়ের ভিত গড়ে দিতে ২৪ রানে ৪ উইকেট নেন ডানহাতি পেসার রিপন। অফ স্পিনে মেহরবও ৪ উইকেট নেন ৩৭ রান দিয়ে। আশিকুর জামানের প্রাপ্তি ২১ রানে ২টি। কানাডার প্রায় অর্ধেক রান করেন অনুপ চিমা। ১১৭ বলে ৭ চারে ৬৩ রানের ইনিংস খেলেন এই ওপেনার। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান আসে কৈরভ শর্মার ব্যাট থেকে। সেন্ট কিটসে ‘এ’ গ্রুপের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে সতর্ক শুরু করে কানাডা। প্রথম ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে তারা তোলে ৩৪ রান। একাদশ ওভারে আক্রমণে এসে প্রথম বলেই জস শাহকে এলবিডব্লিউ করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন রিপন। পরের ওভারে ইয়াসির মাহমুদকে ফেরান আসিকুর। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় কানাডা। এক প্রান্ত আগলে রেখে দলকে প্রায় একাই টানেন চিমা। ফিফটি পূর্ণ করেন তিনি ১০৭ বল খেলে। অষ্টম ব্যাটসম্যান হিসেবে চিমা আউট হন রিপনের বলে উইকেটকিপারকে ক্যাচ দিয়ে। রিপনই পরে শিল প্যাটেলকে ফিরিয়ে গুটিয়ে দেন কানাডার ইনিংস। রান তাড়ায় বাংলাদেশের শুরুটা তেমন ভালো হয়নি। দুটি চারে ১২ রান করে বিদায় নেন মাহফিজুল ইসলাম। দ্বিতীয় উইকেটে ৭৬ রানের জুটিতে দলকে এগিয়ে নেন ইফতিখার ও প্রান্তিক নওরোজ নাবিল। উইকেটকিপারকে ক্যাচ দিয়ে নাবিল ফেরেন ৫২ বলে ৫ চারে ৩৩ রান করে। আইচ মোল্লাকে নিয়ে বাকিটা সারেন ইফতিখার। ৭ চারে গড়া তার ৬১ রানের ইনিংস। ছক্কায় ম্যাচের ইতি টেনে দেওয়া আইচ অপরাজিত থাকেন ২৬ বলে ২০ রান করে। আসরে প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৯৭ রানে অলআউট হয়ে ৭ উইকেটে হেরেছিল বাংলাদেশ। আগামী শনিবার গ্রুপের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত।
সংক্ষিপ্ত স্কোর:
কানাডা অনূর্ধ্ব-১৯ দল: ৪৪.৩ ওভারে ১৩৬ (চিমা ৬৩, মিহির ১১, মোহিত ১২, কৈরভ ১৪; আশিকুর ৯-১-২১-২, তানজিম ৬-০-২৪-০, রকিবুল ৯-২-২৭-০, রিপন ৮.৩-০-২৪-৪, মেহরব ১০-১-৩৭-৪, আরিফুল ২-০-৩-০)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৩০.১ ওভারে ১৪১/২ (মাহফিজুল ১২, ইফতিখার ৬১*, নাবিল ৩৩, আইচ ২০*; পারমভির ৫-০-২৪-১, গিবসন ৫-০-১৮-১)
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৮ উইকেটে জয়ী