অনলাইন ডেস্ক :
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে শুটিং করতে গিয়ে আহত হয়েছেন বলিউড তারকা শাহরুখ খান। নাকে চোট পেয়েছেন তিনি। করা হয়েছে অস্ত্রোপচার। নাকের অস্ত্রপচারের পর বলিউড বাদশা ফিরে এসেছে নিজ দেশে। এখন তার শারীরিক অবস্থা বেশ ভালো। মঙ্গলবার (৪ জুলাই) টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। তবে ঠিক কবে শাহরুখ আহত হন বা এ নিয়ে কিছুই বিস্তারিত জানানো হয়নি সংবাদমাধ্যমে।
শাহরুখের ঘনিষ্ঠ এক সূত্র জানায়, সেটে আচমকা আঘাত পান শাহরুখ। নাক দিয়ে রক্তক্ষরণ শুরু হয় তার। এক মুহূর্তও দেরি না করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অস্ত্রোপচারও করা হয় শাহরুখের। আপাতত নাকে ব্যান্ডেজ লাগানো রয়েছে তার। প্রতিবেদনে বলা হয়েছে, তবে চিন্তার কোনো কারণ নেই। অস্ত্রোপচারের পর দেশে ফিরেছেন শাহরুখ। এই মুহূর্তে নিজের বাড়ি মান্নাতে রয়েছেন তিনি। প্রায় ৩১ বছরের দীর্ঘ ক্যারিয়ারে একাধিকবার চোট পেয়েছেন শাহরুখ। প্রতিবারই তার অসুস্থতার খবর মন ভেঙে দিয়েছে তার ভক্তদের।
২০১৭ সালেও তাকে একটি ছোট অপারেশনের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। রইস-এর শুটিংয়ের সময় হাঁটুতে চোট পাওয়ার পর হয় হাঁটুর অস্ত্রোপচার। ২০১৩ সালে চেন্নাই এক্সপ্রেসের শুটিং শেষ হওয়ার পর কিং খান করিয়েছিলেন তার অষ্টম অপারেশন। ২০০৯ সালে বাম কাঁধের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার জন্যও শাহরুখকে অপারেশন করতে হয়েছিল। দীর্ঘ সাড়ে চার বছর পর্দা থেকে দূরে ছিলেন শাহরুখ। চলতি বছরের জানুয়ারিতে পাঠান দিয়ে ফেরেন তিনি। বক্স অফিসে বিশ্বব্যপী প্রায় ১ হাজার কোটির ব্যবসা করেছে এই সিনেমা।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ