নিজস্ব প্রতিবেদক:
লাক্স তারকা অভিনেত্রী ফারিয়া শাহরিন। নাটক-টেলিফিল্মের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। নতুন বছরের প্রথম দিনে প্রচার হবে তার অভিনীত টেলিফিল্ম ‘বাবার ছেলে’। এ টেলিফিল্মের মাধ্যমে বছর শুরু করতে যাচ্ছেন এই অভিনেত্রী। বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত ফারিয়া শাহরিন। তার ভাষায় ‘‘আমার অনেক পছন্দের একটি কাজ ‘বাবার ছেলে’। এর মাধ্যমে নতুন বছরে বিসমিল্লাহ করছি।’’ আশা ব্যক্ত করে ফারিয়া শাহরিন বলেন, ‘কাজটি সবার মন ছুঁয়ে যাবে। বাবা-মাকে নিয়ে কিছু উপলব্ধি হবে। যা খুব দরকার। বাবা-মা বেঁচে আছেন দেখেই তাদের অবহেলা করা যাবে না। কারণ যাদের বাবা-মা আছেন তারা অনেক বেশি ভাগ্যবান। এই দুনিয়াতে বাবা-মায়ের উপর আর কিছু নাই। আর এই বিষয়টি আরো একবার প্রমাণ হবে টেলিফিল্মটি দেখার পর। আসুন দেরি হওয়ার আগেই আমরা বাবা-মাকে ভালোবাসি, সম্মান করি; তারা যতটা প্রত্যাশা করেন।’ ‘বাবার ছেলে’ টেলিফিল্মটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু। পরিচালনা করেছেন মাহমুদ হাসান রানা। ফারিয়া ছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ইমতিয়াজ বর্ষণ, ফরহাদ লিমন, খলিলুর রহমান কাদেরী, স্নিগ্ধ হোসাইন প্রমুখ। ১ জানুয়ারি রাত সাড়ে ৯টায় এনটিভিতে প্রচার হবে টেলিফিল্মটি।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ