অনলাইন ডেস্ক :
বাংলাদেশের বিপক্ষে অভিষেক হওয়ার কথা ছিল ব্যাটার টম অ্যাবেলের। কিন্তু চোটের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেকটা বিলম্বিত হচ্ছে। সাইড স্ট্রেইনে বাংলাদেশ সফর থেকে ছিটকে গেছেন ইংলিশ ব্যাটার। সমারসেট অধিনায়ক ও মিডল অর্ডার এই ব্যাটার ইংল্যান্ডের লায়ন্সের হয়ে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে বুধবার বল করতে গিয়ে চোট পেয়েছেন। তৃতীয় ওভারের প্রথম বলটি করতে গেলে টান অনুভব করেন তিনি। ওভার শেষ করতে পারেননি। ৪ উইকেটে জেতা ম্যাচে ব্যাটার হিসেবে তাকে ব্যবহারও করতে হয়নি। পরে গত বৃহস্পতিবার স্ক্যান রিপোর্টে ধরা পড়ে যে, সুস্থ হতে দ্রুতই তাকে দেশে ফিরে যেতে হবে। প্রাথমিকভাবে বাংলাদেশ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল ইংল্যান্ড। দুই দলেই অ্যাবেলের নাম ছিল। বৃহস্পতিবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড জানিয়েছে এই অবস্থায় তারা নতুন কাউকে বদলি হিসেবে ঘোষণা করবে না। ক্রিকইনফোর খবর, এ ক্ষেত্রে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে উইল জ্যাকসের জায়গা না হলে বাংলাদেশে ওয়ানডে সিরিজে তাকে পাওয়া যেতে পারে। সফরে তাকে শুধু টি-টোয়েন্টি দলের জন্য রাখা হয়েছিল। সূচী অনুযায়ী ইংল্যান্ড ক্রিকেট দল ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবে। ১ মার্চ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ৩ মার্চ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। ৬ মার্চ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরপর সাগরিকায় তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ৯ মার্চ। টি-টোয়েন্টি সিরিজের শেষ দুটি ম্যাচের জন্য দুই দল আবারও ঢাকায় ফিরবে। ১২ ও ১৪ মার্চ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুই দল এবারই প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে। তাছাড়া সার্বিকভাবে দুই দল দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হচ্ছে ২০১৬ সালের পর। সর্বশেষ ওই সফরে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ। তবে টেস্ট সিরিজ ড্র করেছিল ১-১ ব্যবধানে। সেবার ওয়ানডে ও টেস্ট খেললেও টি-টোয়েন্টি রাখা হয়নি। ওয়ানডে স্কোয়াড: জশ বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, মঈন আলী, জোফরা আর্চার, স্যাম কারেন, সাকিব মাহমুদ, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিস টপলি, জেমস ভিন্স, ক্রিস ওকস ও মার্ক উড। টি-টোয়েন্টি স্কোয়াড: জশ বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, মঈন আলী, জোফরা আর্চার, স্যাম কারেন, বেন ডাকেট, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি, ক্রিস ওকস ও মার্ক উড।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা