April 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, January 31st, 2022, 7:21 pm

শুরু হচ্ছে ‘আকাশ মেঘে ঢাকা’

অনলাইন ডেস্ক :

শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘আকাশ মেঘে ঢাকা’। মাহবুব হাসান জ্যোতির রচনায় এটি নির্মাণ করেছেন রূপক বিন রউফ। মূলত একটি গ্রামের গল্প এখানে উঠে আসবে। যেখানে ভালোবাসা ও পরিচর্যার বিকল্প আশ্রয়ে বড় হচ্ছিল একদল তরুণ-তরুণী। সেখানে আঠারো হয়ে গেলে কারোরই আর থাকার সুযোগ নেই। তাদের এগিয়ে যাওয়া, প্রেম, ঈর্ষা, টিকে থাকার চেষ্টা আর ভাওতাবাজি- এসব নিয়েই নির্মিত হয়েছে নতুন ধারাবাহিক ‘আকাশ মেঘে ঢাকা’। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজিজুল হাকিম, প্রাণ রায়, মাসুম আজিজ, হোসাইন নিরব, সুস্মিতা সিনহা, তৃষ্ণা, সাথী মাহমুদা, লিটন খন্দকার, সাহেলা আক্তার, সঞ্জীব আহমেদ, হারুন রশিদসহ অনেকে। নির্মাতা রূপক বিন রউফ রউফ বলেন, ‘এই ধারাবাহিকে একঝাঁক নতুন মুখকে দর্শক দেখতে পাবেন। বলা যায়, এখানে গল্পটাই মুখ্য। নওগাঁ, পূবাইল ও ঢাকায় বেশ কিছু স্থানে ধারাবাহিকটির কাজ হচ্ছে।’ নির্মাতা জানান, ধারাবাহিকটির থিম সং লিখেছেন সোমেশ্বর অলি। সুর করেছেন তাহসিন আহমেদ আর এতে কণ্ঠ দিয়েছেন তাহসিন আহমেদ ও সিঁথি সাহা। ‘আকাশ মেঘে ঢাকা’ প্রচার হবে আজ মঙ্গলবার থেকে প্রতি শনি থেকে বৃহস্পতিবার রাত ১০টায় নাগরিক টিভিতে।