April 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, February 27th, 2023, 3:15 pm

শেরপুরে এক গাভীর একসাথে ৪ বাছুরের জন্ম 

জেলা প্রতিনিধি, শেরপুর :

শেরপুরের নকলা উপজেলার উরফা ইউনিয়নের বারমাইশা এলাকার কৃষক শফিকুল ইসলামের এক গাভী একসাথে ৪টি বকনা বাছুর জন্ম দিয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বাছুরগুলো জন্ম হয় । বাছুরগুলোর জন্ম হওয়া পর পরই তা দেখতে শফিকুল ইসলামের বাড়িতে মুহুর্তেই উৎসুক জনতার ভিড় জমে ।

মৃত শামসুল হকের ছেলে কৃষক শফিকুল ইসলাম জানন, সে গত বছর এই ফ্রিজিয়ান শংকর জাতের গাভীটি ৯৭ হাজার টাকা দিয়ে কিনেন। এরকিছুদিন পরেই গাভিটিকে কৃত্রিম প্রজনন করান। সোমবার গাভীর বাছুর দেওয়ার উপসর্গ দেখাদেয় এবং স্থানীয় পল্লী পশু চিকিৎসক আব্দুল লতিফের সহায়তায় একে একে ৪টি বকনা বাছুরের জন্ম হয়।

এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. ইসহাক আলী বলেন- একটি গাভীর একসাথে ৪টি বাছুরের জন্ম দেওয়ার নজির সচরাচর দেখা য়ায় না, এটা কৃষকের প্রতি আল্লাহর রহমত। প্রসূতি গাভীসহ সদ্য জন্ম নেওয়া ৪টি বাছুরই সুস্থ আছে। অপেক্ষাকৃত দুর্বল বাছুর গুলো ও গাভীর সুস্থ্যতায় উপজেলা প্রাণী সম্পদ থেকে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।