November 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 20th, 2022, 3:19 pm

শেরপুরে কিশোর অটোরিকশা চালক রফিক হত্যার ঘটনায় গ্রেফতার ২

জেলা প্রতিনিধি, শেরপুর (ঝিনাইগাতী) :

শেরপুরে কিশোর অটোরিকশা চালক রফিক মিয়া হত্যার ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। গ্রেফতারকৃতরা হলো জেলার ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের সারি কালিনগর গ্রামের বালুরচর এলাকার সৈয়দুর রহমানের পুত্র মোস্তফা (২৬) ও গৌরীপুর ইউনিয়নের তালতলা গ্রামের মৃত উমর আলীর পুত্র নুর ইসলাম (৩৮)। র‌্যাব-১৪ জানায়, শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গুরুচরন দুধনই গ্রামের জহুরুল হকের ছেলে মোঃ রফিক মিয়া (১২ সেপ্টেম্বর) সোমবার তার ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই রফিক মিয়া নিখোঁজ হয়। গত (১৪ সেপ্টেম্বর) বুধবার শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ের পূর্ব সমশ্চুড়ার গলাচিপা পাহাড় থেকে রফিক মিয়ার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। পরবর্তীতে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের সারিকালিনগরের মোস্তফা কে গতকাল ১৯ সেপ্টেম্বর ময়মনসিংহের ভালুকার সিড স্টোর থেকে গ্রেফতার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী একই উপজেলার গৌরীপুর ইউনিয়নের তালতলা-দুধনই এলাকার নুর ইসলামকে গ্রেফতার করে র‌্যাব-১৪। তারা উভয়ই হত্যাকান্ড ও অটোরিকশা ছিনতাইয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ছিনতাই হওয়া অটোরিকশাটি শেরপুর সদর উপজেলার বাজিতখিলার আব্দুল করিমের বাড়ি থেকে উদ্ধার করে শেরপুর থানা পুলিশ। আজ (২০ই সেপ্টেম্বর) মঙ্গলবার র‌্যাব কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১৪ এর স্কোয়াড্রন লিডার ও কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান।