April 24, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 28th, 2022, 11:33 am

শেরপুরে শহীদ নাজমুল আহসানের ম্যুরাল উদ্ধোধন

জেলা প্রতিনিধি. শেরপুর (ঝিনাইগাতী) :

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাঙামাটি খাটুয়াপাড়া গ্রামে পাকবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহীদ কোম্পানি কমান্ডার নুরুন্নবী মোহাম্মদ নাজমুল আহসানের ম্যুরাল ‘স্মৃতিতে নাজমুল’ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকালে উপজেলার ঐতিহাসিক কাঁটা খালী সেতুর পাশে নির্মিত ম্যুরালটির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এস.এম.এ ওয়ারেজ নাইম, শেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরু, শেরপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোখলেছুর রহমান আকন্দ, ঝিনাইগাতী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সামছুল আলম।

উল্লেখ্য, শহীদ নুরুন্নবী মোহাম্মদ নাজমুল আহসান ১৯৪৯ সালের ২০ জানুয়ারি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বরুয়াজানী গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের মেধাবী ছাত্র ছিলেন।

১৯৭১ সালের জুলাই মাসের ৪ তারিখ শনিবার ভোরে কোম্পানি কমান্ডার নাজমুল আহসানের নেতৃত্বে ৫৩জনের মুক্তিযোদ্ধার দল নিয়ে মালিঝিকান্দা ইউনিয়নের রাঙামাটিয়া গ্রামে আতর আলীর বাড়ীতে অবস্থান নেন। পূর্ব পরিকল্পনা মতো ৫ জুলাই রাতে পাকিস্তানি বাহিনী যাতায়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা ‘কাঁটাখালী সেতু’ বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়া হয়।

পরদিন ৬জুলাই সোমবার রাঙামাটি খাটুয়াপাড়া গ্রামে পাকিস্তানি বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে কোম্পানি কমান্ডার নাজমুল আহসান ও তার চাচাত ভাই মোফাজ্জল হোসেন এবং ভাতিজা আলী হোসেন শহীদ হন।