April 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, April 13th, 2023, 8:11 pm

শেষ চারের দিকে আরও এগিয়ে রিয়াল

অনলাইন ডেস্ক :

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে চেলসিকে হারিয়ে শিরোপার দিকে আরেকটু এগিয়ে গেলো রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠে আক্রমণাত্মক ফুটবল আর ধারাবাহিক পারফর্ম করা করিম বেনজেমা আর মার্কো অ্যাসেন্সিওর গোলে ২-০ গোলে চেলসিকে হারিয়ে সেমি ফাইনালে যেন এক পা দিয়েই রাখলো লস ব্লাঙ্কোসরা। সান্তিয়াগো বার্নাব্যুতে এদিন ম্যাচের শুরু থেকেই চেলসির ওপর চড়াও হয়ে খেলতে থাকে মাদ্রিদ। লা লিগায় আগের ম্যাচে ভিয়ারিয়ালের কাছে হারের ক্ষত ছিলো তরতাজা। চেলসিকে হারিয়ে সেই ক্ষতেই যেন প্রলেপ দেওয়া মাদ্রিদের। ভিয়ারিয়ালের কাছে হারের আগে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন বেনজেমা। তার মধ্যে ছিলো বার্সেলোনার মাঠে তাদেরই বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিকে মাদ্রিদকে কোপা ডেল রে’র ফাইনালে তোলার ম্যাচটি। এদিন চেলসির বিপক্ষেও দেখা মিলেছে ধারাবাহিক ফর্মে থাকা সেই বেনজেমার। এই ম্যাচে মাঠে নেমে একটি রেকর্ডও করে ফেলেছে ফরাসি এই স্ট্রাইকার। এই ম্যাচে মাঠে নেমেই রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ (১৩০ টি) ম্যাচ খেললেন বেনজেমা। ম্যাচের ১২ মিনিটেই বেনজেমা এগিয়ে নিতে পারতেন মাদ্রিদকে। তবে তার শট আটকে দেন চেলসি গোলরক্ষক কেপা আরিজেবালাগ। তবে ২১ মিনিটে আর আটকে রাখা যায়নি বেনজেমাকে। দানি কারভাহালের উঁচু করে বাড়ানো বলে ভিনিসিয়াসের ভলি কোনমতে আটকে দেন আরিজেবালাগা। তবে গোলপোস্টের সামনে আলগা বল পেয়ে সেই বল জালে জড়াতে কোনো ভুল করেননি বেনজেমা। ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় রিয়াল। এমনিতেই ছন্নছাড়া, সঙ্গে দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে চিলওয়েল লাল কার্ড দেখে ১০ জনের দলে পরিণত হলে বিপদ আরও বাড়ে চেলসির। ম্যাচের ৭১তম মিনিটে রদ্রিগোকে তুলে অ্যাসেনসিওকে নামায় রিয়াল বস কার্লো আনচেলত্তি। মাঠে নামার তিন মিনিটের মাথাতেই দুর্দান্ত এক গোল করে দলকে ২-০ গোলের লিড এনে দেন অ্যাসেন্সিও। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে সেমিফাইনালে এক পা দিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।