March 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 13th, 2022, 8:10 pm

শেষ ম্যাচে পরাজিত সিটি, পাঁচ পয়েন্ট এগিয়ে আর্সেনাল

অনলাইন ডেস্ক :

উল্ফসকে হারিয়ে প্রিমিয়ার লিগ টেবিলে পাঁচ পয়েন্টের সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে থেকে আন্তর্জাতিক বিরতিতে গেল আর্সেনাল। এদিকে বিশ্বকাপের আগে শেষ ম্যাচে ঘরের মাঠে ব্রেন্টফোর্ডের কাছে ২-১ গোলে পরাজয় বরণ করতে বাধ্য হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। সেন্ট জেমস পার্কে ১-০ গোলে জয়ের মাধ্যমে চেলসিকে টানা তৃতীয় লিগ ম্যাচে পরাজয়ের স্বাদ দিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে নিউক্যাসল। আরেক ম্যাচে শেষ ১০ মিনিটে দুই গোল দিয়ে লিডসের বিপক্ষে ৪-৩ ব্যবধানের নাটকীয় জয় তুলে নিয়েছে টটেনহ্যাম। ফেব্রুয়ারির পর থেকে ইতিহাদ স্টেডিয়ামে অপরাজিত ছিল সিটিজেনরা। কিন্তু ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়া ইভান টনির জোড়া গোলে সিটির পরাজয় নিশ্চিত হয়। ব্রেন্টফোর্ড অধিনায়কের মৌসুমের ১০ম গোলে ১০ মিনিটে লিড নিয়েছির বিসরা। ফিল ফোডেনের দুর্দান্ত স্ট্রাইকে প্রথমার্ধের শেষ মিনিটে সমতায় ফিরে স্বাগতিক সিটি। এই ম্যাচের আগে সিটি বস পেপ গার্দিওলা সতর্ক করে বলেছিলেন খেলোয়াড়রা এখন তাদের সব মনোযোগ বিশ্বকাপে দিয়ে দিয়েছে। সিটির মূল একাদশের ১০জন খেলোয়াড় কাতার বিশ্বকাপে তাদের নিজ নিজ দেশকে প্রতিনিধিত্ব করবে। স্টপেজ টাইমের অষ্টম মিনিটে কাউন্টার এ্যাটাকে জোস ডাসিলভার ক্রস থেকে টনি নিজের দ্বিতীয় গোল করলে ব্রেন্টফোর্ডের গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত হয়। ম্যাচ শেষে গার্দিওলা বলেছেন, ‘ভাল দল হিসেবে আজ ব্রেন্টফোর্ড জয়ী হয়েছে। আমাদের অনেক সমস্যা ছিল। তারা আমাদের আজ দারুনভাবে প্রতিরোধ করেছে, আমরাও সেভাবে চাপ সৃষ্টি করতে পারিনি।’ এই জয়ে ব্রেন্টফোর্ড তাদের ক্লাব ইতিহাসে প্রথমবারের মত লিগ টেবিলের ১০ম স্থানে উঠে এসেছে। ম্যাচ শেষে কোচ থমাস ফ্রাংক বলেছেন, ‘ক্লাবের কয়েকজনের সাথে কথা বলে জানতে পারলাম এটাই সম্ভবত ব্রেন্টফোর্ডের সবচেয়ে বড় জয়। বিশ্বের অন্যতম ধনী একটি ক্লাবের বিপক্ষে লিগের সবচেয়ে কম বাজেটের ক্লাবের জয় মোটেও প্রত্যাশিত ছিলনা।’ বিশ্বকাপ বিরতি শেষে ছয় সপ্তাহ পর প্রিমিয়ার লিগ যখন মাঠে গড়াবে তখন আর্সেনাল পূর্ন উদ্যোমে আবারো শিরোপা জয়ের প্রতি মনোনিবেশ করবে। বিরতিতে যাবার আগে নিজেদের কাজটুকু তাই সেড়ে রেখে রেখেছে গানার্সরা। দ্বিতীয়ার্ধে নরওয়েজিয়ান মার্টিন ওডেগার্ডের দুই গোলে আর্সেনালের জয় নিশ্চিত হয়। উল্ফসের নতুন বস জুলেন লোপেতেগুই সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবার আগে কাল ছিলেন দর্শকসারিতে। মৌসুমের দ্বিতীয় ভাগে তলানির দল হিসেবে উল্ফসকে টেনে তোলাই হবে লোপেতেগুইয়ের সামনে মূল চ্যালেঞ্জ। টটেনহ্যাম আরো একবার পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত নিজেদের রক্ষা করেছে। টটেনহ্যামের মাঠে ১০ মিনিটে ইন-ফর্ম ক্রিসেনসিও সামারবিলের গোলে এগিয়ে গিয়েছিল লিডস। ২৫ মিনিটে হ্যারি কেন স্পার্সদের সমতায় ফেরান। ৪৩ মিনিটে রডরিগোর গোলে আবারো এগিয়ে যায় সফরকারীরা। গত সপ্তাহে বোর্নমাউথকে ৪-৩ গোলে হারানো জেসি মার্শের দল এবার আর রোমাঞ্চকর জয় তুলে নিতে পারেনি। ৫১ মিনিটে বেন ডেভিসের শক্তিশালী গোলে প্রথমবারের মত ম্যাচে এগিয়ে যায় টটেনহ্যাম। ৭৬ মিনিটে রডরিগো দ্বিতীয় গোল করলে সমতায় ফিরে লিডস। এবারের মৌসুমে ম্যাচের শেষভাগে লড়াইয়ে ফিরে আসা অনেকটাই অভ্যাসে পরিনত করে ফেলেছে টটেনহ্যাম। কালও তার ব্যতিক্রম হয়নি। শেষ ১০ মিনিটে রডরিগো বেনটানকারের দুই গোলে শেষ পর্যন্ত স্পার্সদের জয় নিশ্চিত হয়। চেলসিকে ১-০ গোলে পরাজিত করে স্পার্সদের এক পয়েন্টের ব্যবধানে পিছনে ফেলে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে নিউক্যাসল। জো উইলককের দুর্দান্ত স্ট্রাইকে ৬৭ মিনিটে জয় নিশ্চিত করে স্বাগতিক নিউক্যাসল। এনিয়ে টানা পাঁচ ম্যাচে জয়হীন থাকলো ব্লুজরা। সিটির থেকে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে রয়েছে ম্যাগপাইরা। নিউক্যাসলের নতুন বস এডি হোয়ে বলেছেন, ‘ধারবাহিকভাবে খেলোয়াড়রা যেভাবে উন্নতি করছে তাতে আমি দারুন গর্বিত। এখন আমাদের সামনে মূল চ্যালেঞ্জ এই ধারাবাহিকতা অক্ষুন্ন রাখা।’ সাউদাম্পটনের বিপক্ষে ডারউইন নুনেজের জোড়া গোলে ৩-১ ব্যবধানের জয় দিয়ে আন্তর্জাতিক বিরতিতে গেছে লিভারপুল। এ্যানফিল্ডে ৬ মিনিটে রবার্তো ফিরমিনোর গোলে এগিয়ে যায় স্বাগতিক লিভারপুল। কিন্তু নাথান জোনসের অধীনে প্রথম ম্যাচে খেলতে নামা সাউদাম্পটন চে এ্যাডামসের গোলে তিন মিনিটের মধ্যে সমতায় ফিরে। বেনফিকা থেকে এবারের গ্রীষ্মে ৭৫ মিলিয়ন ইউরোতে লিভারপুলে নাম লেখানো উরুগুইয়ান তারকা নুনেজ বিরতির আগে ঠান্ডা মাথার দুই ফিনিশিংয়ে রেডসদের এগিয়ে দেন। লিভারপুলের জার্সি গায়ে প্রথম মৌসুমেই নুনেজের গোলসংখ্যা বেড়ে দাঁড়ালো আট। লন্ডন স্টেডিয়ামে এবার লিস্টার সিটির কাছে হোঁচট খেলেছে স্বাগতিক ওয়েস্ট হ্যাম। লিস্টারের মিডফিল্ডার জেমস ম্যাডিসন আবারো তার দুর্দান্ত ফর্ম প্রমান করে ৮ মিনিটেই সফরকারীদের এগিয়ে দিয়েছিলেন। এনিয়ে মৌসুমে সপ্তম গোল করলেন ম্যাডিসন। অসাধারণ ফর্মে তাকে বিশ্বকাপের দলে নিতে বাধ্য হয়েছে ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট। গোলের পর ২৫ মিনিটে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন ম্যাডিসন। যদিও ইনজুরির মাত্রা ততটা গুরুতর নয় বলে জানা গেছে। ৭৮ মিনিটে হার্ভে বার্নসের গোলে ফক্সেসদের জয় নিশ্চিত হয়। এই পরাজয়ে ওয়েস্ট হ্যাম রেলিগেশন জোন থেকে মাত্র এক পয়েন্ট দুরে রয়েছে। দিনের অপর দুই ম্যাচে বোর্নমাউথ ৩-০ গোল এভারটনকে ও নটিংহ্যাম ফরেস্ট ১-০ গোলে ক্রিস্টাল প্যালেসকে পরাজিত করেছে।