April 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, January 31st, 2022, 8:36 pm

শেষ হলো ঢাকা বাণিজ্য মেলা, রপ্তানি আদেশ ১৬ মিলিয়ন মার্কিন ডলার

সোমবার বাণিজ্যমেলায় শেষ দিনে ছিল ক্রেতা-দর্শনার্থীদের উপচেপড়া ভিড়।

মাসব্যাপী ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আজ সোমবার শেষ হয়েছে। মেলায় এ বছর ১৬ মিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আদেশ পাওয়া গেছে।
মেলার সমাপনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী বলেছেন, মানসম্পন্ন পণ্য উৎপাদন ও পণ্যের বিশেষায়িতকরণের মাধ্যমে বাংলাদেশ ৫১ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে।
সোমবার পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো আয়োজিত ‘২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২২’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের আরও বেশি উৎপাদন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানের কথাও উল্লেখ করেন টিপু মুনশী।
বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যৈষ্ঠ সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও এফবিসিসিআই এর সভাপতি মো. জসিম উদ্দিন।
এ বছর মেলায় ৪০ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে এবং ভ্যাট হিসেবে সরকার দেড় কোটি টাকার রাজস্ব পেয়েছে।
এর আগে গত ১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি মাসব্যাপী এ মেলার উদ্বোধন করেন।
সারাদেশে করোনার সংক্রমণ বাড়ায় এ বছর বাণিজ্য মন্ত্রণালয় মেলার সময়সীমা বৃদ্ধি করেনি।
এছাড়া অন্যান্য বছরের তুলনায় এ বছর মেলায় স্টলের সংখ্যাও ছিল অর্ধেক। এ বছর মেলায় বিভিন্ন বিভাগে ২৩টি প্যাভিলিয়ান, ২৭টি মিনি প্যাভিলিয়ান, ১৬২টি স্টল ও ১৫টি খাবারের স্টল ছিল।
করোনা মহামারির কারণে গত বছর এ মেলা অনুষ্ঠিত হয়নি।

—-ইউএনবি