অনলাইন ডেস্ক :
পেশাদার ফুটবল জীবন যেখানে শুরু করেছিলেন, সেই ক্লাবেই ফিরে গেলেন ম্যানচেস্টার সিটির সাবেক খেলোয়াড় ফের্নান্দিনিয়ো। ব্রাজিলের সেরি আর দল আথলেতিকো পারানায়েন্সে যোগ দিয়েছেন ৩৭ বছর বয়সী এই মিডফিল্ডার। ফের্নান্দিনিয়োকে স্বাগত জানিয়ে গত সোমবার টুইট করেছে আথলেতিকো। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইউরোপের ফুটবলে ১৭ বছরের পথচলা শেষে স্বদেশের ক্লাবটির সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন এই ব্রাজিলিয়ান। সংবাদ সম্মেলনে ফের্নান্দিনিয়ো বলেছেন, নিজের মনের ইচ্ছাকে প্রাধান্য দিতেই ফিরে এসেছেন পুরনো ঠিকানায়। ব্রাজিল ও বিদেশের বিভিন্ন ক্লাব থেকে প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু সবচেয়ে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত ছিল ঘরে ফিরে আসা এবং আথলেতিকোর হয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করা। আমি নিজের চাওয়া, আবারও আথলেতিকোর জার্সি পরা স্বপ্ন পূরণ করেছি। কেবল তিন ক্লাবেই ক্যারিয়ার শেষ করার দারুণ কাজটা করতে চেয়েছি: দুটি ইউরোপের এবং একটি ব্লাজিলের। এই আথলেতিকোর হয়ে তিন বছর খেলে ২০০৫ সালে শাখতার দোনেৎস্কেতে নাম লেখান ফের্নান্দিনিয়ো। ইউক্রেনের ক্লাবটিতে আট বছর খেলে ২০১৩ সালে যোগ দেন ম্যানচেস্টার সিটিতে। ক্লাবটির হয়ে ২০২১-২২ মৌসুমসহ চারটি প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন তিনি। ছয়বার পেয়েছেন লিগ কাপ জয়ের স্বাদ।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা