অনলাইন ডেস্ক :
শোক দিবসের ব্যানার-ফেস্টুনে চশমা পরে হাস্যোজ্জ্বল ছবি দেয়ায় মেহেরপুরের গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ ও যুগ্ম সম্পাদক মজিরুল ইসলামকে শোকজ কর হয়েছে। জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন ও যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান স্বাক্ষরিত নোটিশে তাদের দল থেকে কেন বহিষ্কার করা হবে না তা জানাতে বলা হয়েছে। নোটিশে বলা হয়েছে, ১৫ আগস্ট বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস বাঙালি জাতির তথা বাংলাদেশের সবচেয়ে বড় শোকাবহ দিন। শোক দিবসে চশমা পরে হাস্যোজ্জ্বল ছবি দিয়ে ব্যানার-ফেস্টুন করা উপহাসের শামিল। গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ ও যুগ্ম সাধারণ সম্পাদক মজিরুল ইসলাম সংগঠনের গুরুত্বপূর্ণ পদে থেকে যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অমান্য করে এ ধরনের ব্যানার-ফেস্টুন বানিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। দল থেকে আপনাদের কেন বহিষ্কার করা হবে না তা আগামী ৭ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য আদেশ প্রদান করা হলো। সেই সঙ্গে ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন নামিয়ে ফেলার নির্দেশ দেয়া হলো। গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন বলেন, জেলার নেতৃবৃন্দ বলার সঙ্গে সঙ্গে ব্যানার-ফেস্টুন সরিয়ে ফেলা হয়েছে। তারপরও শোকজ করা হয়েছে এবং তার জবাব দেয়া হবে।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি