জেলা প্রতিনিধি, শেরপুর (শ্রীবরদী):
শেরপুরের শ্রীবরদীতে গোয়েন্দা অফিসার পরিচয় দিয়ে অটোরিক্সা চুরির সময় ৪ জনকে হাতেনাতে আটক করা হয়েছে। গত রোববার বিকালে উপজেলার তাতিহাটি ইউনিয়নের ভটপুর চৌরাস্তা বাজার মসজিদ সংলগ্ন আয়নাপুর টু কুরুয়া গামী পাকা রাস্তার উপর থেকে এলাকাবাসী আটক করে তাদেরকে পুলিশে সোপর্দ করে। আটককৃতরা হলো জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মালমারা বাজারের বাহাদুরের ছেলে বিপ্লব ওরফে মিজান (৩০), নালিতাবাড়ী উপজেলার বাইগড়পাড়া গ্রামের মৃত আলা উদ্দিনের ছেলে আলমগীর হোসেন (৩৫), শ্রীবরদী উপজেলার তারিকান্দি গ্রামের আইয়ুব আলীর ছেলে আলী আকবর (২৫) ও ঝিনাইগাতী উপজেলার পূর্ব গজারীকুড়া গ্রামের মৃত মোস্তফার ছেলে শামীম মিয়া (৩২)। এসময় চুরি কাজে ব্যবহৃত একটি ডিএক্স করোলা প্রাইভেটকার (রেজি: নং- ঢাকা মেট্রো-গ ১৩-৬৭৫৬) আটক করা হয়। এঘটনায় রোবাবর রাতে অটোরিক্সা চালক সিরাজুল ইসলাম (৩০) বাদী হয়ে এজহার নামীয় ৫ জন সহ অজ্ঞাতনামা দুই-তিনজনকে আসামী করে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করে। সোমবার আটককৃতদের শেরপুর কোর্টে প্রেরণ করা হয়।
এলাকাবাসী ও মামলা সূত্রে জানা যায়, রোববার বিকালে মিজান ও আলমগীর হোসেন গোয়েন্দা অফিসার পরিচয় দিয়ে কুরুয়া বাজার হতে শ্রীবরদী বাজারে আসার উদ্দেশ্যে সিরাজুল ইসলামের অটোরিক্সায় উঠে। বাজার সংলগ্ন শ্রীবরদী ফ্রেন্ডস এন্ড কোং পেট্রোল পাম্পের সামনে পৌছলে আলমগীর নেমে যায়। অপরজন কিছু দুর গিয়ে আবারো অটো থামাইতে বলে। পরে মিজান অটো চালককে আলমগীরের কাছ থেকে হ্যান্ডকাপ আনতে বলে। অটোচালক হ্যান্ডকাপ আনতে গেলে এই সুযোগে মিজান অটো নিয়ে পালিয়ে যায়। পরে অটো চালকের ডাকচিৎকারে স্থানীয়রা ধাওয়া করে আটাকান্দা মসজিদ সংলগ্ল এলাকায় গিয়ে তাকে আটক করে। এসময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাতিহাটি ইউনিয়নের ভটপুর চৌরাস্তা বাজার মসজিদ সংলগ্ন আয়নাপুর টু কুরুয়া গামী পাকা রাস্তার উপর কালো রংয়ের ডিএক্স করোলা প্রাইভেটকারে থাকা অবস্থায় আরো ৩ জনকে আটক করে এলাকাবাসী। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে প্রাইভেটকার সহ ৪ জনকে আটক করে শ্রীবরদী থানায় নিয়ে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, আটককৃতরা অটো চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের নামে দেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে। এঘটনায় শ্রীবরদী থানায় মামলা রুজু করা হয়েছে। আজ সোমবার ৭ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আটককৃতদের শেরপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন
সাগর-রুনি হত্যা মামলা তদন্তে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠনের নির্দেশ
সাইবার আইনের মামলা প্রত্যাহার হচ্ছে, গ্রেপ্তাররা মুক্তি পাচ্ছেন
সাবেক এমপি সুজনের জামিন না মঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ