April 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 22nd, 2022, 10:44 am

শ্রীবরদীতে জিংক সমৃদ্ধ ধান ব্রি ধান৭২ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, শেরপুর (শ্রীবরদী) :

শেরপুরের শ্রীবরদীতে জিংক সমৃদ্ধ ব্রি ধান৭২ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ নভেম্বর) বিকালে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের মাটিফাটা গ্রামে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে হারভেষ্টপ্লাস বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত BIeNGS প্রকল্পের আওতায় জিংকের গুরুত্ব তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন , সিংগাবরুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুজ্জামানের সভাপতিত্বে কমিউনিটি এক্সটেনশন সুপারভাইজার মো. হুমায়ুন কবির ও মোঃ সাইফ ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব সাদিকুল হাসান স্বাক্ষর। মাঠ দিবসে জিংক সমৃদ্ধ ধান ব্রি ধান৭২ এর পুষ্টিগুণ ও জিংকের প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য রাখেন হারভেষ্টপ্লাস বাংলাদেশ , BIeNGS প্রকল্পের প্রজেক্ট কোঅর্ডিনেশন কনসালট্যান্ট মোঃ সাইফুল ইসলাম। তিনি আরো বলেন শিশুদের দৈনিক ৩ – ৫ মিলিগ্রাম , নারীদের ৮ – ১২ মিলিগ্রাম , এবং পুরুষদের দৈনিক ১১ মিলিগ্রাম জিংকের প্রয়োজন হয়। ব্রিধান৭২ – এ ২২.৮ মিলিগ্রাম জিংক বিদ্যমান।এই জিংক সমৃদ্ধ ধান মানব দেহের জিংক ঘাটতি পূরণে সহায়ক ভূমিকা পালন করতে পারে। এসময় আরো বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা জনাব মোঃ লিটন মিয়া। এতে প্রায় দুই শতাধিক কৃষক কৃষাণি উপস্থিত ছিলেন। জিংক সমৃদ্ধ ধান ব্রি ধান৭২ এর ফলন বিঘা প্রতি ২০ – ২৫ মণ হয়। মাঠ দিবসে সকল কৃষক – কৃষাণিগণ জিংক সমৃদ্ধ ধান চাষ করার জন্য আগ্রহ প্রকাশ করেন।