জেলা প্রতিনিধি, মৌলভীবাজার (শ্রীমঙ্গল):
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক শিক্ষানবিশ আইনজীবী নিহত হয়েছেন। এ সময় প্রতিপক্ষের হামলায় নিহতের ভাই গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১২ জুলাই) সকালে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের তেলিআব্দা কোনাগাও গ্রামের আজিম উদ্দিনের ছেলেরা বিরোধপূর্ণ জমিতে হাল চাষ করতে গেলে দুই পক্ষ বিবাদে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে প্রতিপক্ষের হামলায় আজিম উদ্দিনের ছোট ছেলে আইনের শিক্ষার্থী ইমাদ উদ্দিন রকিব (২৫) ও হেলাল উদ্দিন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমাদ উদ্দিন রকিব(২৫) কে মৃত ঘোষনা করেন। আহত হেলাল উদ্দিনকে গুরুতর আহতবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।
নিহত রকিবের বাবা আজিম উদ্দিন জানান, একই গ্রামের রুপ তালুকদারের স্ত্রী জরিনা বেগমের কাছ থেকে ৪২ শতক জমি ক্রয় করে ভোগদখল করে আসছিলেন। এই জমির আগের মালিক ছিলেন খলিল মিয়া গং। বিগত আরএস রেকডে এই জমি খলিল মিয়া গংদের নামে চলে যায়। এ নিয়ে একাধিক সালিসে সমাধান না হলে তিনি মৌলভীবাজার দেওয়ানি আদালতে মামলা করেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২জনকে আটক করা হয়েছে।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি