April 24, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 13th, 2022, 8:26 pm

শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে পালাতে সাহায্য করার কথা অস্বীকার ভারতের

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসেকে দেশ থেকে মালদ্বীপে পালাতে সাহায্য করার গুজব প্রত্যাহার করেছে ভারত।

বুধবার টুইটারে এক বিবৃতিতে শ্রীলঙ্কায় ভারতীয় হাইকমিশন বলেছে, ‘ভারত সম্প্রতি শ্রীলঙ্কার বাইরে গোটাবায়া রাজাপাকসে ও বাসিল রাজাপাকসেকে পালাতে সহায়তা করেছে বলে মিডিয়াগুলোতে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা স্পষ্টভাবে ভিত্তিহীন ও অনুমাননির্ভর।

দ্বীপরাষ্ট্রের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে, হাইকমিশন টুইট করেছে, ভারত শ্রীলঙ্কার জনগণকে সমর্থন অব্যাহত রাখবে। কারণ তারা গণতান্ত্রিক উপায় ও মূল্যবোধ, প্রতিষ্ঠিত গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সাংবিধানিক কাঠামোর মাধ্যমে তাদের সমৃদ্ধি এবং অগ্রগতি উপলব্ধি করতে চায়।

পরে, শ্রীলঙ্কার সামরিক বাহিনী একটি বিবৃতিতে জানিয়েছে ৭৩ বছর বয়সী প্রেসিডেন্ট, তার স্ত্রী এবং দুই দেহরক্ষী বুধবার ভোরে লঙ্কান এয়ার ফোর্সের জেটে প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

সশস্ত্র বাহিনী এই সিদ্ধান্তের জন্য শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয়কে দায়ী করেছে।

—ইউএনবি