November 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, October 23rd, 2021, 9:06 pm

শ্রীলঙ্কার বিপক্ষেও ওপেনিংয়ে কোন পরিবর্তন নেই

নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘদিন ধরেই টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলে ওপেনিংয়ে বড় কোনো জুটি হচ্ছে না। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের তিনটি ম্যাচেও একই চিত্র দেখা গেছে। এরইমধ্যে শুরু হয়ে গেছে সুপার টুয়েলভ রাউন্ড। রোববার শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের ম্যাচ। তার আগে চিন্তার কারণ হতে পারে ওপেনিং জুটি। অবশ্য গুরুত্বপূর্ণ এই ম্যাচটিতে ওপেনিংয়ে নাঈম শেখ-লিটন দাস জুটিতেই আস্থা রাখছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো। শনিবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এসে তিনি এমনটাই জানিয়েছেন। রোববার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় ম্যাচটি শুরু হবে। তামিম ইকবাল না থাকায় গত প্রায় এক বছরের বেশি সময় ধরে ক্রিকেটের ক্ষুদ্রতম এই সংস্করণটিতে নিয়মিত ওপেন করছেন নাঈম শেখ। কখনো তার সঙ্গী হচ্ছেন লিটন দাস, আবার কখনো সৌম্য সরকার। তবে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে নাঈম শেখকে বিশ্রাম দিয়ে মাঠে নামানো হয় বাকি দুইজনকে। যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। কারণ, তারা কেউই পারফর্ম করতে পারেনি। পরের ম্যাচে সৌম্যকে বসিয়ে ফেরানো হয় নাঈমকে। ফিরেই ৬৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে ওমানের বিপক্ষে জয়ে বড় ভূমিকা রাখেন। তবুও ওপেনিংয়ে জুটি হয়নি। ওই ম্যাচে লিটন দাস শুরুতেই আউট হয়ে যান। তৃতীয় ম্যাচে লিটন দাস ২৯ রান করলেও ব্যক্তিগত শূন্য রানে ফিরে যান নাঈম। তাই ওপেনিং জুটি নিয়ে কিছুটা দুশ্চিন্তা থেকেই যাচ্ছে। ওপেনিংয়ে কোনো পরিবর্তন আনা হবে কি না এমন প্রশ্নের জবাবে রাসেল ডমিঙ্গো জানিয়েছেন, ‘না’। অর্থাৎ শ্রীলঙ্কার বিপক্ষেও ওপেনিংয়ে লিটন ও নাঈমে আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট।