May 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, February 22nd, 2024, 9:01 pm

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেও নেই সাকিব

অনলাইন ডেস্ক :

আগামী ১ মার্চ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এই সফরে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ছাড়া দুটি টেস্টও খেলবে তারা। ইতোমধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও দুটি ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে রাখা হয়নি সাকিব আল হাসানকে। ধারণা করা হচ্ছিল, অন্তত টেস্ট সিরিজে অভিজ্ঞ এই ক্রিকেটারকে দেখা যাবে। কিন্তু ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন, পুরো সিরিজের জন্যই সাকিবকে ছুটি দেওয়া হয়েছে। বিশ্বকাপেই ইনজুরির কারণে ছিটকে যান সাকিব। এরপর ঘরে ও ঘরের বাইরে বেশ কিছু সিরিজ খেললেও ফেরা হয়নি বাঁহাতি অলরাউন্ডারের।

বৃহস্পতিবার এক অনুষ্ঠানে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘সাকিবের ফর্মে ফিরে আসাটা….সে ফর্মেই ছিল তবে তার চোখে একটা সমস্যা ছিল যার জন্য একটা সমস্যা হচ্ছিল। কিন্তু সেটা সাময়িক, আশা করি ফিরবে। যেহেতু এখানে ব্রেক নিয়েছে শ্রীলঙ্কা সিরিজের জন্য।’ তারপরই জালাল ইউনুসকে প্রশ্ন করা হয় টেস্ট সিরিজে সাকিবকে রাখা হবে কিনা। উত্তরে বিসিবির এই পরিচালক বলেছেন, ‘না ও তো শ্রীলঙ্কা সিরিজ থেকেই ব্রেক নিয়েছে।’ এদিকে পেস বোলিং কোচসহ বেশ কিছু নাম চূড়ান্ত করে ফেলেছে বিসিবি। যদিও এই মুহূর্তে নাম বলেননি জালাল ইউনুস। ২/১ দিনের মধ্যেই বোলিং কোচের নাম জানা যাবে বলে জানিয়েছেন তিনি, ‘নাম তো অফিসিয়াল ডিজক্লোজ করতে পারবো না। ঠিক হয়ে গেছে। কিন্তু যেহেতু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে ওদের সঙ্গে এখন আলোচনা চলছে। এই কারণে এখনই জানানো সম্ভব না। দুই একদিনের মধ্যে আপনারা জানতে পারবেন।’