অনলাইন ডেস্ক :
সাফ চ্যাম্পিয়নশিপ শেষে আরও একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। শ্রীলঙ্কায় চার জাঁতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেখানে খেলবে জামাল ভূঁইয়ারা। প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপাকসে ট্রফির ফিকশ্চারও প্রস্তুত হয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মঙ্গলবার শ্রীলঙ্কার ফুটবল ফেডারেশন ম্যাচসূচি প্রকাশ করেছে। রেসকোর্স স্টেডিয়ামে অনুষ্ঠেয় প্রতিযোগিতায় বাংলাদেশ ৮ নভেম্বর প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত মহাসাগরের ছোট্ট দ্বীপ দেশ সেশেলসের। ১১ নভেম্বর খেলবে মালদ্বীপের বিপক্ষে। ১৪ নভেম্বর স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই হবে। ১৭ নভেম্বর সর্বোচ্চ পয়েন্টধারী দুই দল মুখোমুখি হবে ফাইনালে। আপাতত বাংলাদেশ দলের সবাই ছুটিতে আছেন। শিগগিরই দলের অনুশীলন শুরু হবে। কোচ হিসেবে অস্কার ব্রুজনের থাকা অনেকটাই নিশ্চিত। এ নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনাও হওয়ার কথা আছে।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা