November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 12th, 2021, 9:31 pm

ষষ্ঠ ধাপের ইউপি ভোটের তফসিল হতে পারে ১৯ ডিসেম্বর

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

আগামী ১৯ ডিসেম্বর ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন (ইসি)। ওইদিন কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত আসতে পারে। ইসি কর্মকর্তারা বলছেন, চলতি সপ্তাহে বিজয় দিবসের অনুষ্ঠান থাকায় কমিশন সভা বসবে না। তাই আগামী ১৯ ডিসেম্বর বা ২০ ডিসেম্বর কমিশন সভা হতে পারে। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, আগামী ১৯ ডিসেম্বর ষষ্ঠ ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণা করা হতে পারে। ওইদিন কমিশন বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশে প্রায় সাড়ে চার হাজার ইউপির মধ্যে ইতোমধ্যে পাঁচটি ধাপের তফসিল ঘোষণা করা হয়েছে। যার মধ্যে তিনটি ধাপে ভোটগ্রহণ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ৮৪২টি ও পঞ্চম ধাপে ৫ জানুয়ারি ৭০৭টি ইউপিতে ভোটগ্রহণ হবে। বেশকিছু ইউপিতে আইনি জটিলতা থাকায় এখনই ভোট হচ্ছে। এ ক্ষেত্রে তিন শতাধিক ইউপিতে ষষ্ঠ ধাপে ভোটগ্রহণ করবে ইসি। এ ছাড়া দু’টি পৌরসভা নির্বাচনের তফসিলও হতে পারে।