April 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 5th, 2022, 7:36 pm

ষাটোর্ধ্বদের করোনা টিকার ৪র্থ ডোজ দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ষাটোর্ধ্ব নাগরিকদের করোনার টিকার চার নাম্বার ডোজ অথবা ২য় বুস্টার ডোজ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর অনুমোদনে বুস্টার ডোজে অগ্রাধিকার পাবেন ষাটোর্ধ্ব নাগরিকরা।

সোমবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘যারা ৬০ বছরের ঊর্ধ্বে আছেন, তারা যেকোন কেন্দ্রে গিয়েও চার নাম্বার ডোজ অথবা ২য় বুস্টার ডোজ নিতে পারবেন।’

তিনি বলেন, ৯৮ শতাংশ প্রাপ্ত বয়স্কদের দেয়া হয়ে গেছে। সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদেরও দেয়া হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১৪ কোটি মানুষকে প্রথম ডোজ ও প্রায় ১৩ কোটি মানুষকে দ্বিতীয় ডোজ এবং ছয় কোটি মানুষকে তৃতীয় ডোজ বা বুস্টার টিকা দেয়া হয়েছে।

তিনি বলেন, আমরা সারাদেশে সাত দিনের বিশেষ ক্যাম্পেইনে দ্বিতীয় ও বুস্টার ডোজ কার্যক্রম শুরু করেছি । চলতি এই ক্যাম্পেনে চাইলে নিতে পারবেন এই বুস্টার ডোজ।

মন্ত্রী বলেন, ১ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে। এ উপলক্ষ্যে টিকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯০ লাখ ডোজ। ক্যাম্পেইনে মোট ১৭ হাজার ১১৬টি টিম কাজ করবে।

—ইউএনবি