প্রত্যেক টিআইএনধারীদের তাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় ২০০০ টাকা দিতে হবে সেই বহুল বিতর্কিত প্রস্তাবিত বিধান বাতিল করে অর্থ বিল-২০২৩ পাস করা হয়েছে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
অর্থমন্ত্রী অর্থ বিলের ধারা-২ এবং ২-ক-এ আরও কিছু ছোটখাটো প্রস্তাব গ্রহণ করেন।
অন্য সংশোধনী প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।
নতুন করের ব্যবস্থার আওতায় পেট্রোলিয়াম পণ্যের মূল্য উল্লেখযোগ্য বৃদ্ধির বিষয়ে উদ্বেগ বেড়ে যাওয়ায় মন্ত্রী পূর্ববর্তী অ্যাড-ভ্যালোরেম ট্যাক্স (মূল্য সংযোজন কর) পুনঃস্থাপন করে জ্বালানি তেল আমদানিতে নির্দিষ্ট শুল্ক বাতিল করার একটি সংশোধনী গ্রহণ করেছেন।
তেল আমদানির ওপর সুনির্দিষ্ট শুল্ক আরোপ করে চলতি মাসের ১ তারিখে সংসদে পেশ করা অর্থ বিলে ‘অস্থায়ী কর সংগ্রহ আইন ১৯৩১ (১৯৩১ সালের আইন নং-১৬) এর অধীনে কার্যকর হয়েছিল।
জ্বালানি আমদানিতে শুল্ক, ভ্যাট এবং অগ্রিম ট্যাক্স ফিনান্স অ্যাক্ট ২০২৩-এ পুনঃস্থাপিত হয়েছে কারণ সেগুলো বিলে বাতিল করা হয়েছিল।
বলপয়েন্ট কলম তৈরিতে প্রস্তাবিত মূল্য সংযোজন কর (ভ্যাট) ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫.০ শতাংশ করা হয়েছে।
১ জুন অর্থবিলে, অর্থমন্ত্রী যাদের করযোগ্য আয় নেই কিন্তু বিভিন্ন সরকারি সেবার জন্য ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে তাদের ওপর ন্যূনতম কর হিসেবে ২০০০ টাকা প্রস্তাব করেন।
—ইউএনবি
আরও পড়ুন
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
কমতে শুরু করেছে কুড়িগ্রামের নদীর পানি, ভাঙন আতঙ্কে মানুষ
দিনাজপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২