March 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 2nd, 2022, 9:09 pm

সংসদে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ কর্পোরেশন-২০২২ বিল পাস

ফাইল ছবি

দেশে তেল, গ্যাস ও খনিজ সম্পদ অনুসন্ধান ত্বরান্বিত করতে সংসদে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ করপোরেশন বিল, ২০২২ পাস হয়েছে।

নতুন আইনটি বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ করপোরেশন অধ্যাদেশ, ১৯৮৫ এর প্রতিস্থাপন করবে, যা আদালত কর্তৃক বাতিল ঘোষণা করা হয়েছে। কারণ এটি সামরিক একনায়কের শাসনামলে জারি করা হয়েছিল।

বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

বিল অনুযায়ী, এই বিলের উদ্দেশ্য পূরণের জন্য বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ করপোরেশন নামে একটি করপোরেশন প্রতিষ্ঠা করা হবে। করপোরেশনকে পেট্রোবাংলাও বলা যেতে পারে।

করপোরেশনের প্রধান কার্যালয় ঢাকায় স্থাপিত হবে এবং প্রয়োজনে সরকারের পূর্বানুমতি সাপেক্ষে দেশে ও দেশের বাইরে যে কোনো স্থানে এর কার্যালয় স্থাপন করা যাবে।

করপোরেশনের অনুমোদিত মূলধন হবে ১০ হাজার কোটি টাকা। আগে যা ছিল ২০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন হবে ২০০ কোটি টাকা।

সরকারের অতিরিক্ত সচিবদের মধ্য থেকে করপোরেশনের চেয়ারম্যান নিয়োগ করা হবে।

বিল অনুসারে, এটি মেয়াদী আমানত হিসাবে যে কোনও তফসিলি ব্যাঙ্কে তার তহবিল জমা করতে পারে বা কোনও সরকার অনুমোদিত সিকিউরিটিতে বিনিয়োগ করতে পারে।

—ইউএনবি