জেলা প্রতিনিধি, টাঙ্গাইল :
টাঙ্গাইল শহরে অবস্থিত সৃষ্টি একাডেমিক স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শিহাবের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। বুধবার সখীপুর-বাসাইল সড়কের নলুয়া বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে যাদবপুর ইউনিয়নের দশটি শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারখানেক শিক্ষার্থী অংশ নেন। এছাড়াও মানববন্ধনে নিহত শিহাবের বাবা-মাসহ স্বজনেরা উপস্থিত ছিলেন। নিহত শিহাব (১০) উপজেলার বেড়বাড়ি গ্রামের প্রবাসী ইলিয়াসের একমাত্র পুত্র সন্তান। পুত্র হত্যার খবর পেয়ে গত বুধবার শিহাবের বাবা ইলিয়াস সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন। মানববন্ধনে কর্মসূচিতে যাদবপুর ইউপি চেয়ারম্যান একেএম আতিকুর রহমান ও শিহাবের বাবা ইলিয়াস হোসেনসহ আরও অনেকেই বক্তব্য দেন। বক্তারা ঘটনার রহস্য ও প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
উল্লেখ্য, গত ২০ জুন সন্ধ্যায় টাঙ্গাইল জেলা শহরে অবস্থিত সৃষ্টি একাডেমিক স্কুলের ছাত্রাবাসের বাথরুমের কক্ষ থেকে শিহাবের লাশ উদ্ধার করে পুলিশ। গত রোববার ময়নাতদন্ত প্রতিবেদনে শ্বাসরোধ করে হত্যার প্রমাণ পাওয়ার পর সোমবার নিহত শিহাবের মা আসমা আক্তার বাদী হয়ে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের ছয়জন শিক্ষকের নামাল্লেখসহ অজ্ঞাত ১০/১২ জনের নামে টাঙ্গাইল সদর থানায় হত্যা মামলা করেন।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি