March 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 15th, 2022, 7:38 pm

সঙ্খ নদীর বেড়িবাঁধের ওপর পড়েছিল বিরল প্রজাতির শকুনটি

চট্টগ্রামের আনোয়ারায় বিলুপ্তপ্রায় বিরল প্রজাতির একটি শকুন উদ্ধার করা হয়েছে। পরে সেটির ঠাঁই হয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানায়।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার সঙ্খ নদীর বেড়িবাঁধে শকুনটি আহতাবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা সেটি উদ্ধার করে। পরে আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার সেটি উদ্ধার করে চট্টগ্রাম চিড়িয়াখানায় হস্তান্তর করেছে।

আনোয়ারা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাশ বলেন, খবর পেয়ে উপজেলা প্রাণিসম্পদ অফিসার দোলন কান্তি দাশসহ আমরা শকুনটি লোকজনের হাত থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। শকুনটি অসুস্থ হওয়ায় আকাশে উড়তে পারছে না। এর বয়স ১৩ থেকে ১৪ মাস হবে। শরীরের ওজন ২৫ থেকে ৩০ কেজি।

উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ বলেন, উদ্ধারকৃত বিরল প্রজাতির এই শকুনটি আজ বৃহস্পতিবার বিকালে চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়েছে। তারা এই পাখিটির চিকিৎসা দিয়ে সুস্থ্য করে তুলবে বলে জানিয়েছে।

—-ইউএনবি