May 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, January 26th, 2022, 8:38 pm

সজল-ফারিয়ার ‘দূর আকাশের তারা’

অনলাইন ডেস্ক :

জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভিতে শনিবার রাত সাড়ে ৯টায় প্রচার হবে একক নাটক ‘দূর আকাশের তারা’। জাকির হোসেন উজ্জ্বলের রচনা ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন আতিকুর রহমান। নাটকটির কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন আবদুন নূর সজল ও শবনম ফারিয়া। নাটকের গল্প এমন শুভ বাবা-মায়ের একমাত্র সন্তান। কিন্তু অন্য আর দশ জনের মতো নয়। একটু বেশি সহজ-সরল, লাজুক এবং বোকা ধরনের। সব সময় কথা গুছিয়ে বলতে পারে না; সেজন্য অনেকের কাছে সে মানসিক প্রতিবন্ধী হিসেবে গণ্য। অরণি মধ্যবিত্ত পরিবারের এক আধুনিক মেয়ে। বাবার পরিচিত একজনের সূত্র ধরে হুট করেই ওর সাথে শুভর বিয়ে ঠিক হয়। শুভ যেমন অরণিকে দেখেই পছন্দ করে ফেলে আবার অরণিরও শুভকে দেখেই ওকে ভালো লাগে। বিয়ের আগে মাত্র একবার দুজনের দেখা হলেও পরিস্থিতির কারণে কোনও কথাই হয়নি। দুই পরিবারের সিদ্ধান্তে মোটামুটি ঘরোয়া ভাবেই ওদের বিয়ে হয়ে যায়। বিয়ের রাতেই অরণি আবিষ্কার করে শুভ আসলে অন্যরকম। অরণি যেন আকাশ থেকে পড়ে। ওর বিশ্বাস করতে কষ্ট হয়। সারা রাত ঘুমাতে পারে না সে। সারাক্ষণ প্রতীক্ষায় থাকে কখন সকাল হবে আর কখন সে শুভকে ছেড়ে দিয়ে চলে যাবে। শুভ যখন বুঝতে পারে অরণি ওকে ছেড়ে চলে যাবে, ও কান্নাকাটি করতে থাকে। ওকে বোঝাতে চেষ্টা করে। কিন্তু একজন মানসিক প্রতিবন্ধী ছেলের সাথে পুরো জীবন কাটাবে, ভাবতেই পারে না অরণি। ভোর হতেই পালায়। অরণির পরিবার সব জানতে পেরে শুভর পরিবারের ওপর প্রচ- রেগে যায়। শুভর পরিবারও বিয়ের আগে তারা ছেলে দেখে নিয়েছে বলে প্রতিবাদ করে। দুই পরিবারের প্রচ- ঝগড়া হয়। অরণির পরিবার রাগ করে আইনগত পদক্ষেপ নিতে প্রস্তত হয়। সিদ্ধান্ত হয় পরের দিনই ওদের তালাক হবে। বাকি গল্প জানতে চোখ রাখতে হবে এনটিভির পর্দায়। নাটকে শুভ চরিত্রে অভিনয় করেছেন আবদুন নূর সজল এবং অরণির ভূমিকায় অভিনয় করেছেন শবনম ফারিয়া।