জেলা প্রতিনিধি, পটুয়াখালী (কলাপাড়া):
পটুয়াখালীর কলাপাড়ায় এক ব্যবসায়ীর মার্মান্তিকভাবে কুপিয়ে হাত-পায়ের রগ কর্তনকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। রবিবার বেলা ১১ টার দিকে উপজেলার মৎস্য বন্দর আলীপুরের বাজারে এ মানববন্ধনের আয়োজন করে। প্রায় ঘন্টাব্যাপী এ কর্মসূচীতে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
এসময় বক্তব্য রাখেন লতাচাপলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আনছার উদ্দিন মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ডাঃ মো.সিদ্দিকুর রহমান বিশ্বাস, আলীপুর বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মো.সোহরাফ হোসেন, শিক্ষক আব্দুর রহিম হাওলাদার প্রমুখ। বক্তারা সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলত শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত ২০ সেম্পেম্বর (বুধবার) রাত ৯ টার দিকে মৎস্য বন্দর আলীপুর বাজারে একটি খাবার হোটেলে নাস্তা খাওয়া সময় সৎ চাচা শাহীন হাওলাদারের নেতৃত্বে একদল সন্ত্রাসীরা ব্যবসায়ি মো.হালিম হাওলাদরের কুপিয়ে হাত-পায়ের রগ কর্তন করে। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মহিপুর থানা পুলিশ অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার একটি গ্রাম থেকে তিনজন আসামীকে গ্রেফতার করেছে। বাকী তিনজন আসামী এখনো পলাতক রয়েছেন।
এ ব্যাপারে মহিপুর থানার ওসি মো.ফেরদৌস আলম সাংবাদিকদের জানান, ঘটনার সাথে জড়িতদের তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি