অনলাইন ডেস্ক :
এই বিশ্বকাপ খেলেই ওয়ানডে থেকে অবসরে যাওয়ার অগ্রিম ঘোষণা দিয়েছিলেন কুইন্টন ডি কক। নিজের বিদায়মঞ্চ নিজেই রাঙিয়ে যাচ্ছেন তিনি। বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ব্যাটার হিসেবে চলতি বিশ্বকাপে ৫০০ রানের মাইলফলকে পা রেখেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক। পুনেতে টসে হেরেও আগে ব্যাটিং পায় দক্ষিণ আফ্রিকা। ৫০০-এর ঘরে যেতে ডি ককের লাগতো ৬৯ রান। ৬২ বলে তিন চার ও দুই ছয়ে হাফ সেঞ্চুরি করেন।
৫০০ রানের কোটা পূরণ করেন টিম সাউদিকে লেগসাইড দিয়ে বাউন্ডারি মেরে। ওখানেই শেষ নয়। ৩৬তম ওভারের শেষ বলে জিমি নিশামকে ছক্কা মেরে ১০৩ বলে এই বিশ্বকাপে চতুর্থ সেঞ্চুরি করেন ডি কক। বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় কুমার সাঙ্গাকারার সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে তিনি। একটি বেশি সেঞ্চুরি নিয়ে এক নম্বরে ভারতের রোহিত শর্মা।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা