অনলাইন ডেস্ক :
ট্রাম্প অর্গানাইজেশনের সম্পদের মূল্যমান নিয়ে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে কর অব্যাহতি ও ঋণ সুবিধা নেওয়ার অভিযোগে এবার নিউইয়র্কের আদালতে ডাক পড়েছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তবে তিনি একা নন, তার সঙ্গে কাঠগড়ায় দাঁড়াতে হবে ছেলে ট্রাম্প জুনিয়র ও মেয়ে ইভানকা ট্রাম্পকেও। খবর বিবিসির। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাসীন হওয়ার আগে ডোনাল্ড ট্রাম্প তার প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশনের জন্য ঋণ নিতে যে অনিয়মের আশ্রয় নিয়েছেন, তা নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেতিতিয়া জেমসের তদন্তে উঠে আসে। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের আর্থিক জালিয়াতির বহু প্রমাণ তারা পেয়েছেন। নিউইয়র্কের আদালত সমন জারি করে বলেছে, ডোনাল্ড ট্রাম্প ও তার ছেলেমেয়েকে আগামী ২১ দিনের মধ্যে আদালতে হাজির হতে হবে। তবে আদালতের নির্দেশের সমালোচনা করে ট্রাম্প বলেছেন, তিনি ডেমোক্রেট জেমসের রাজনৈতিক প্রতিহিংসার শিকার। ট্রাম্প অর্গানাইজেশন এক বিবৃতিতে জানিয়েছে, তারা নিউইয়র্কের আদালতের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবে। বিচারক জেমস বলেছেন, তিনি আইনি ক্ষমতাবলেই ট্রাম্প ও তার ছেলেমেয়েদের অভিযোগ শুনানিতে ডাকতে পারেন। এর আগে ২০১৯ সালে ট্রাম্পের ঋণ কেলেঙ্কারির কথা ফাঁস হলে নিউইয়র্কের আদালতে আইনি কার্যক্রম শুরু হয়। ট্রাম্পের আইনজীবীরা বিচারক লেতিতিয়া জেমসকে থামিয়ে দিতে আইনি প্রক্রিয়াও জোরদার করেছিলেন। তারা এ সময় যুক্তি দেখিয়েছেন, দেওয়ানি মামলার জন্য অপরাধীকে এভাবে গ্র্যান্ড জুরির সামনে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকাটা অনুচিত। বিচারকদের যদি অনাক্রম্যতা দেওয়া না হয় তাহলে কাউকে এভাবে আদালতে হাজির হতে বলাটাও বেআইনি। তবে ট্রাম্পের আইনজীবীদের যুক্তি গ্রহণ না করে আদালত জেমসের পক্ষেই রায় দিয়েছে। বিচারক লেতিতিয়া জেমস বলেন, সবকিছুর পর ন্যায়বিচার এসেছে।
আরও পড়ুন
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু