April 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, October 9th, 2021, 8:12 pm

সম্পূর্ণ অন্ধকারে লেবানন, ব্ল্যাকআউট চলবে কয়েকদিন

অনলাইন ডেস্ক:

জ্বালানি স্বল্পতার কারণে লেবাননের দুটি বৃহত্তম বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গেছে। রাজনৈতিক ও অর্থনৈকভাবে সংকটে থাকা দেশটি শনিবার বিদ্যুৎহীন অন্ধকারে পতিত হয়েছে। এক কর্মকর্তাকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
সরকারি সূত্র জানায়, এই ব্ল্যাকআউট কয়েকদিন ধরে চলতে পারে। এতে দেশটির ৬০ লাখ মানুষ ভুক্তভোগী হবেন। ইলেক্ট্রিসিটি ডু লিবানের তথ্য অনুসারে, জ্বালানি সংকটে বন্ধ হওয়া দুটি কেন্দ্র হলো ডেইর আম্মার ও জাহরানি। এই দুটি দেশটির ৪০ শতাংশ বিদ্যুৎ সরবরাহ করে। আগস্টে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছিল, লেবাননে রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানি বলেছে জ্বালানি সংকটের কারণে সেপ্টেম্বরের শেষ দিকে টোটাল ব্ল্যাকআউট হতে পারে। আধুনিক ইতিহাসে লেবানন সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে রয়েছে। গত কয়েক মাসে জ্বালানি সংকটে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বেশিরভাগ বাসিন্দা নিজেরা বিদ্যুতের জন্য জেনারেটরের ওপর নির্ভরশীল হতে শুরু করেছেন।