November 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, June 23rd, 2021, 9:09 pm

সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর আবেদন অর্থ বিভাগে

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক :

জীবনযাত্রার ব্যয় বিবেচনায় সরকারি কর্মচারীদের বেতন-ভাতা বাড়ানোর জন্য মন্ত্রিপরিষদ বিভাগের কাছে আবেদন জানিয়েছে ‘বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন’। ফেডারেশনের করা আবেদনের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে অর্থ বিভাগে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। গত রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অর্থ বিভাগের সিনিয়র সচিবের কাছে আবেদনটি যুক্ত করে চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের আবেদনে উল্লিখিত আর্থিক দাবি বাস্তবায়নের বিষয়ে যথাবিধি ব্যবস্থা গ্রহণের জন্য আবেদনের ছায়ালিপি পাঠানো হলো। গত ৩১ মে ফেডারেশনের সভাপতি মো. হেদায়েত হোসেন মন্ত্রিপরিষদ বিভাগে এ আবেদন পাঠিয়েছিলেন। এর আগে একই নামের (বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন) আরেকটি সংগঠন বেতন-ভাতা বাড়ানোসহ ৭ দফা দাবি সম্বলিত আবেদন মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছিল। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ওই আবেদনটিও গত ৬ জুন অর্থ বিভাগের সিনিয়র সচিবের কাছে ব্যবস্থা নেয়ার জন্য পাঠানো হয়।