November 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, April 25th, 2022, 9:29 pm

সরকার গণতান্ত্রিক পরিবেশ জোরদারে কাজ করছে: শেখ হাসিনা

ছবি: পি আই ডি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার দেশে গণতান্ত্রিক পরিবেশ জোরদারে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, ‘সরকার দেশে গণতান্ত্রিক পরিবেশ ও প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে। নির্বাচন কমিশন- যেটি নির্বাচন পরিচালনা করে- তা সম্পূর্ণ স্বাধীন প্রতিষ্ঠান।’
সোমবার সফররত নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী অ্যানিকেন হুইটফেল্ড গণভবনে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ একটি শান্তিপূর্ণ, ন্যায় ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, সামরিক শাসকরা ক্ষমতা দখল করলে বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। ‘তারা (সামরিক শাসক) বন্দুক ব্যবহার করে ক্ষমতায় আরোহণ করেছিল এবং তারপরে রাজনৈতিক দল গঠন করে রাজনীতিতে নেমেছিল।’
বৈঠকের শুরুতে তারা দু’দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন।
নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী ১১ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করেন। তিনি বলেন, আমরা জানি এটা বাংলাদেশের ওপর অর্থনৈতিক চাপ।
অ্যানিকেন হুইটফেল্ড বলেন, দু’দেশের মধ্যে সহযোগিতা আরও গভীর হবে।
১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পর থেকে বাংলাদেশের প্রতি নরওয়ের সমর্থনের কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা-উত্তর দেশ গঠনের কাজে নরওয়ে এগিয়ে এসেছে।
তিনি বলেন, ‘নরওয়ে তখন থেকে আমাদের ঘনিষ্ঠ ও মূল্যবান উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার।’
প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যৈষ্ঠ সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া এবং বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিক্টার-সেভেনডসেন উপস্থিত ছিলেন।

—ইউএনবি