প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও তাঁর স্ত্রী ডালিয়া ফিরোজ করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শরফুদ্দিন আহমেদ জানান, বুধবার রাতে প্রধান বিচারপতিকে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের ভিআইপি ডিলাক্সের কেবিন নম্বর ৬১২ তে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে মঙ্গলবার একই হাসপাতালে ভর্তি হন তার স্ত্রী ডালিয়া ফিরোজ।
তিনি জানান, তারা দুজনই সুস্থ আছেন। দুপুরে তাদের বিষয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, যারা তাদের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবে।
বিএসএমএমইউর উপাচার্য জানান, প্রধান বিচারপতি ও তাঁর স্ত্রী উভয়ই করোনার মৃদু উপসর্গে আক্রান্ত। বর্তমানে তাদের শারীরিক অবস্থা ভালো আছে।
তবে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিস্তারিত কিছু বলতে রাজি হননি। অন্যদিকে রেজিস্ট্রার জেনারেলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এর আগে মঙ্গলবার প্রধান বিচারপতি সারাদেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বুধবার থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট উভয়ের কার্যক্রম ভার্চুয়ালি পরিচালনা করার নির্দেশ দেন।
—ইউএনবি
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী অন্তর্বর্তীকালীন সরকার: নাহিদ ইসলাম