April 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, May 31st, 2022, 8:05 pm

সাংবাদিকতার ছাত্র হিসেবে গর্বিত বাপ্পী

অনলাইন ডেস্ক :

‘সাংবাদিকতার ছাত্র হিসেবে এই আয়োজন আমার কাছে গর্বের। বসুন্ধরার এমন একটি উদ্যোগকে স্বাগত জানাতেই হয়। ’ কথাগুলো বলছিলেন অভিনেতা বাপ্পী চৌধুরী। গত সোমবার সন্ধ্যায় রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার, বসুন্ধরায় (আইসিসিবি) বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১-এর অনুষ্ঠানস্থলে এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। বাপ্পী বলেন, ‘সারা দেশ থেকে তৃণমূল পর্যায় থেকে অনেক সাংবাদিক এসেছেন। এখানে এসে এই আয়োজন দেখে ভালো লাগছে। এমন আয়োজন নিয়মিত হবে, আমি এটাই চাই। ‘এই অভিনেতা আরো বলেন, ‘আমি সাংবাদিকতায় পড়াশোনা করেছি। স্বাভাবিকভাবেই সাংবাদিকতা নিয়ে আমার একধরনের আগ্রহ রয়েছে। এখানে এসে মনে হচ্ছে যেন আমিও এই স্বীকৃতির অংশীদার। ‘দেশের গণমাধ্যমে গত বছর প্রকাশিত ও প্রচারিত অনুসন্ধানী প্রতিবেদন বিচার-বিশ্লেষণ করে পাঁচটি ক্যাটাগরিতে ১১ জনকে পুরস্কৃত করা হচ্ছে। এ ছাড়া তৃণমূল পর্যায়ে সাংবাদিকতা প্রসারে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ প্রতিটি জেলা থেকে একজন করে ৬৪ জন প্রবীণ ও গুণী সাংবাদিককে দেওয়া হচ্ছে বিশেষ সম্মাননা। এর মধ্য দিয়ে বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ঘিরে সাংবাদিকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। কারা পাচ্ছেন বহুল প্রতীক্ষিত এই পুরস্কার―এ নিয়ে ছিল ব্যাপক উদ্দীপনা। অনুসন্ধানী প্রতিবেদন চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর ঢাকার সাংবাদিকরা ছাড়াও মফস্বল থেকে প্রচুর প্রতিবেদন জমা পড়ে। পুরস্কারের পুরো প্রক্রিয়াটি হয়েছে অত্যন্ত স্বচ্ছ ও প্রভাবমুক্ত। এ লক্ষ্যে গঠন করা হয় আন্তর্জাতিক মানের জুরিবোর্ড। অধ্যাপক ড. মো. গোলাম রহমানের নেতৃত্বে জুরিবোর্ডে ছিলেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক অজয় দাশগুপ্ত, সম্প্রচারে আসার অপেক্ষায় থাকা টেলিভিশন চ্যানেল ‘টিভি টুডে’র প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক অমিত হাবিব, আলোকচিত্রী ও লেখক নাসির আলী মামুন, চলচ্চিত্র শিক্ষক গবেষক ও পরামর্শক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া, দেশে-বিদেশে অনুসন্ধানী সাংবাদিকতা করে ব্যাপক পরিচিতি পাওয়া জুলফিকার আলি মাণিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শাওন্তী হায়দার।