April 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 16th, 2022, 1:18 pm

সাংবাদিক রোজিনার মামলায় ডিবির প্রতিবেদনে শুনানি ১৫ জানুয়ারি

দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের মামলায় অভিযোগ থেকে অব্যাহতি দেয়ার জন্য তদন্ত সংস্থার সুপারিশের শুনানির জন্য মঙ্গলবার ঢাকার একটি আদালত আগামী বছরের ১৫ জানুয়ারি দিন ধার্য করেছেন।

অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মুহাম্মদ আসাদুজ্জামান নূর রোজিনার বিরুদ্ধে গোয়েন্দা পুলিশের (ডিবি) চূড়ান্ত প্রতিবেদনের ওপর শুনানির তারিখ পিছিয়ে দেন।

মঙ্গলবার ডিবি পুলিশের প্রতিবেদনের শুনানির কথা ছিল।

১১ অক্টোবর রোজিনাকে অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে মামলার তদন্তকারী সংস্থা ডিবি।

স্বাস্থ্য সাংবাদিকতার জন্য পরিচিত রোজিনাকে গত বছরের ১৭ মে পুলিশের কাছে হস্তান্তরের আগে পাঁচ ঘণ্টারও বেশি সময় সচিবালয়ে আটকে রাখা হয়।

মামলা সূত্রে জানা যায়, তিনি কোভিড-১৯ ভ্যাকসিন কেনার জন্য ফার্মা ফার্মগুলোর সঙ্গে সরকারি আলোচনার সম্পর্কিত নথির ছবি তুলেছিলেন বলে অভিযোগ রয়েছে।

শাহবাগ থানায় স্বাস্থ্য সেবা বিভাগের অভিযোগের ভিত্তিতে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট এবং দণ্ডবিধির ৩৭৯ ও ৪১১ ধারায় রোজিনার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।

পরে পুলিশের পাঁচ দিনের রিমান্ডের আবেদন নাকচ করে গত বছরের ১৮ মে রোজিনাকে কারাগারে পাঠান ঢাকার আদালত। ওই দিনই রোজিনাকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

২৩ মে ঢাকার একটি আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি।

—-ইউএনবি