অনলাইন ডেস্ক :
শুরুতে আক্রমণে আধিপত্য করল সাইফ স্পোর্টিং। সময় যত গড়াল, তারা হলো বিবর্ণ। অন্যদিকে নিজেদের ফিরে পেল মোহামেডান স্পোর্টিং ক্লাব। দুই অর্ধের গোলে প্রিমিয়ার লিগে জয়ে ফিরল শন লেনের দল। মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে শুক্রবার সাইফ স্পোর্টিংকে ২-০ গোলে হারায় মোহামেডান। সুলেমানে দিয়াবাতে দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন শাহরিয়ার ইমন। আগের ম্যাচে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ১-১ ড্র করা মোহামেডানের ৪ ম্যাচে পয়েন্ট হলো ৮। চলতি লিগে টানা দুই জয়ের পর টানা দ্বিতীয় হারের তেতো স্বাদ পাওয়া সাইফের পয়েন্ট ৬। লিগে সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে টানা দ্বিতীয় জয় পেল মোহামেডান। গত লিগে প্রথম পর্বে ২-১ গোলে হরের পর ফিরতি লেগে একই ব্যবধানে জিতেছিল ‘সাদা-কালো’ জার্সিধারীরা। শুরুতেই একটা সুযোগ পেয়ে যায় সাইফ স্পোর্টিং। তবে দ্বাদশ মিনিটে এমেকা ওগবার ভলি একটুর জন্য লক্ষ্েয রাখতে পারেননি। ২৪তম মিনিটে বক্সে নিহাদ জামান উচ্ছ্বাস বলের নাগাল পাওয়ার আগে ছুটে এসে স্লাইডে ক্লিয়ার করে মোহামেডানের ত্রাতা গোলরক্ষক মোহাম্মদ সুজন। ধীরে ধীরে গুছিয়ে ওঠা মোহামেডান এগিয়ে যায় ৩২তম মিনিটে। ওবি মোনেকের ফ্রি কিক থেকে লক্ষ্যভেদ করেন দিয়াবাতে। দ্বিতীয়ার্ধের শুরুতে বক্সের ভেতর থেকে শাহরিয়ার ইমনের শট কাছের পোস্ট দিয়ে জালে জড়ালে ব্যবধান দ্বিগুণ হয়। ম্যাচে চালকের আসনে বসে যায় মোহামেডান। শেষ দিকে ব্যবধান আরও বাড়িয়ে নিতে পারত ২০০৭ সালে প্রিমিয়ার লিগ নামকরণের পর আজও এ শিরোপা স্বাদ না পাওয়া মোহামেডান। কিন্তু ইমনের শট ক্রসবার কাঁপিয়ে ফিরে।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা