March 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, April 5th, 2022, 8:11 pm

সাকিবকে ক্ষমা চাইতে বললেন প্রোটিয়া সাংবাদিক

অনলাইন ডেস্ক :

দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় ডারবান টেস্টে ২২০ রানের বিশাল ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। এর আগেই অবশ্য ম্যাচটি ঘিরে পক্ষপাতমূলক আম্পায়ারিংয়ের অভিযোগ ওঠে। দুই ফিল্ড আম্পায়ার মারিস এরাসমাস ও অ্যাড্রিয়ান হোল্ডস্টকের ভুল সিদ্ধান্তে ভুগতে হয়েছে বাংলাদেশকে। এরপর সাকিব আল হাসান নিরপেক্ষ আম্পায়ারের দাবি করেছেন। খালেদ মাহমুদ সুজনও এতে সমর্থন দিয়েছেন। এ ছাড়া তামিম ইকবাল তো মাঠে ঢুকে দুই আম্পায়ারকে শাসিয়েও এসেছেন। যুক্তরাষ্ট্র থেকে এক টুইটে সাকিব লিখেছিলেন, ‘আমার মনে হয় আইসিসির সময় এসেছে নিরপেক্ষ আম্পায়ার নিয়ে ভাবার, কেননা বেশির ভাগ দেশেই কভিড পরিস্থিতি এখন স্বাভাবিক। ‘বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের এই টুইট দক্ষিণ আফ্রিকার গণমাধ্যমেও গুরুত্ব পেয়েছে। জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ‘ক্রিকবাজ’- প্রোটিয়া ক্রীড়া সাংবাদিক টেলফোর্ড ভাইস আম্পয়ারদের পক্ষ নিয়ে সাকিব আল হাসানকে ক্ষমা চাইতে বলেছেন। তার বক্তব্য হলো, ‘আম্পায়াররাও মানুষ’। তিনি কলামে লিখেছেন, ‘সাকিবের ভালোভাবেই জানা উচিত যে ম্যাচে দুই দলের বিপক্ষেই ৪টি করে ভুল সিদ্ধান্ত হয়েছে। এজন্য এরাসমাস এবং হোল্ডস্টোকের কাছে ক্ষমা চাওয়া উচিত সাকিবের। তবে আম্পায়ারদের প্রতি আচরণের যে ইতিহাস আছে, তাতে তারা এটা খুব দ্রুত পাবেন বলে মনে হচ্ছে না। বাংলাদেশ যেখানে ২৬৩ রান তাড়ায় নেমে ৮ রানে ৩ উইকেট হারিয়েছে, সেখানে আম্পায়ারদের ভুলগুলো ম্যাচের ফলাফলের ওপর বড় কোনো প্রভাব ফেলতে পারে না। ‘