November 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 9th, 2021, 7:41 pm

সাকিবকে পেছনে ফেলে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ আসিফ আলি

অনলাইন ডেস্ক :

অক্টোবর মাসে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ হলেন আয়ারল্যান্ডের লরা ডেলানি (নারী) ও পাকিস্তানের আসিফ আলি (পুরুষ)। মঙ্গলবার (৯ নভেম্বর) এক বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানিয়েছে আইসিসি (দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল)। অক্টোবর মাসের পারফরম্যান্স বিবেচনায় এনে পুরুষ ও নারী ক্যাটাগরিতে মোট ৬ জন ক্রিকেটার মনোনীত হয়েছিলেন। জিতেছেন ২ জন। পুরুষ বিভাগের মনোনয়ন পেয়েছিলেন- সাকিব আল হাসান (বাংলাদেশ), আসিফ আলি (পাকিস্তান) ও ডেভিড ভিসা (নামিবিয়া)। এই তিনজনের মধ্যে আইসিসির প্যানেল ও দর্শকদের ভোটে পাকিস্তানের আসিফ আলিকে নির্বাচিত করা হয়েছে মাস সেরা ক্রিকেটার। নারী বিভাগের মনোনয়ন পেয়েছিলেন- লরা ডেলানি (আয়ারল্যান্ড), গ্যাবি লুইস (আয়ারল্যান্ড) ও ম্যারি-অ্যান মাসুন্দা (জিম্বাবুয়ে)। এই তিন নারী ক্রিকেটারের মধ্য হতে আইরিশ অধিনায়ক লরা ডেলানিকে মাসের সেরা নারী ক্রিকেটার হিসেবে নির্বাচিত করা হয়েছে। অক্টোবর মাসে জিম্বাবুয়ের বিপক্ষে অলরাউন্ড পারফর্ম্যান্স করে আয়ারল্যান্ডকে ৩-১ ব্যবধানে সিরিজ জেতান। পাকিস্তানের আসিফ আলি গত মাসে (অক্টোবরে) আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে দলকে জেতাতে অনবদ্য ভূমিকা রাখেন। নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ১২ বলে ২৭ রানের ক্যামিও ইনিংস খেলেন। এরপর আফগানিস্তানের বিপক্ষে এক ওভারে ৪ ছক্কা হাঁকিয়ে পাকিস্তানকে এনে দেন রোমাঞ্চকর জয়। মাত্র ৭ বল খেলে ৪ ছক্কায় ২৫ রান করে জেতেন ম্যাচ সেরার পুরস্কারও। এবার আসিফ আলিকে আরও বড় সুখবর দিল আইসিসি। বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান ও নামিবিয়ার অলরাউন্ডার ডেভিড ভিসাকে পেছনে ফেলে আসিফ আলি হলেন আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ।