অনলাইন ডেস্ক :
সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ইনজুরিতে পড়েন সাকিব আল হাসান। ইনজুরির কারণে ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যান বিশ্বসেরা এই অলরাউন্ডার। আর তাই ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র অনুপস্থিত সাকিব। তার মতো বিশ্বসেরা অলরাউন্ডারকে ছাড়া একাদশ সাজাতে বেশ বেগ পেতে হয় টিম ম্যানেজমেন্টকে। সাকিব থাকলে দল ভারসাম্যপূর্ণ হয় বলে মন্তব্য করেছেন লিটন দাস। সোমবার শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘সাকিব ভাই থাকা মানে দুই দিক থেকে ব্যালেন্স। কিছু ওভার বোলিং পাবেন ব্যাটিংও পাবেন। স্বাভাবিকভাবে সাকিব ভাই যখন না খেলেন, বিশেষ করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি বেশি কঠিন হয়ে যায় বাংলাদেশ দলের জন্য।
কিন্তু টেস্টে আমাদের এখন পর্যাপ্ত পরিমাণে বোলার আছে ফলে বোলিংয়ে খুব বেশি ঘাটতি নাও হতে পারে।’ সাকিবের অনুপস্থিতিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে দলকে নেতৃত্ব দেবেন লিটন। নিজের নতুন দায়িত্ব প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এরকম কোনো কিছুই না। আপনি যদি ভাইস ক্যাপ্টেন্সি করবেন এমনও হয়েছে যে সাকিব ভাই মাঠের বাইরে গেছেন তখন আমাকে ১-২ ওভার হলেও অধিনায়কত্ব করতে হয়েছে। এটা নিয়ে তাই বাড়তি চিন্তা নেই।’
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা